কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ বি থেকে অবনমন রাউন্ডে চলে গেল মহমেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার ব্যারাকপুরে ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে পিছিয়ে থেকে ১-১ গোলে ম্যাচ শেষ করেছে ময়দানের শতাব্দী প্রাচীন ক্লাব দল। বি গ্রুপে ১২ ম্যাচ খেলে মেহরাজউদ্দিন ওয়াডুর দল সংগ্রহ করেছে মাত্র ১১ পয়েন্ট। লিগ টেবিলে তাদের অবস্থান একাদশ স্থানে। অন্যদিকে অবনমন রাউন্ডের আওতায় থাকা এরিয়ান ১-০ গোলে কলকাতা পুলিশকে হারিয়ে লজ্জা কাটিয়েছে।
কলকাতা ময়দানে তৃতীয় প্রধান হিসেবে পরিচিত মহমেডান স্পোর্টিং ক্লাব। আইএফএ-র কলকাতা লিগে তারা ১৪ বারের চ্যাম্পিয়ন। অথচ এবছর প্রিমিয়ার লিগের শুরু থেকেই পিছিয়ে পড়ছিল সাদা-কালো ব্রিগেড। শুক্রবার ব্যারাকপুরের মাঠে মরণ-বাঁচন লড়াইতেও খুব একটা দাগ কাটতে পারেনি মেহরাজউদ্দিনের ফুটবলাররা। বরং প্রথমার্ধেই গোল খেয়ে হতোদ্যম হয়ে পড়ে। পরে ম্যাচের ৫৫ মিনিটে লালঙ্গাইলসাকার গোলে সমতায় ফেরে মহমেডান। অবনমন রাউন্ড এড়াতে এরপরই নাগাড়ে আক্রমণ বিপক্ষের বক্সে। তবে ইউনাইটেড কলকাতার জমাট রক্ষণ ভাঙতে পারেনি সাদা-কালো জার্সিধারীরা।
ক্লাব দলকে রেলিগেশন রাউন্ডে খেলতে হবে, এই বিষয়টি হজম করতে পারেননি মহমেডান স্পোর্টিং ক্লাবের সদস্য-সমর্থকেরা। গ্যালারিতে বসেই তাঁরা ক্ষোভ উগরে দিয়েছেন কোচ-ফুটবলার সহ কর্মকর্তাদের উদ্দেশে। লিগের ১২ ম্যাচ খেলে মাত্র ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবলের একাদশ স্থানে শেষ করল সাদা-কালো ব্রিগেড।
অন্যদিকে, এরিয়ান ১২ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দশম স্থানে। কল্যাণী স্টেডিয়ামে এরিয়ান তাদের প্রতিপক্ষ কলকাতা পুলিশকে ১-০ গোলে হারিয়েছে। এরিয়ানের গোলদাতা রাজু ওঁরাও। প্রিমিয়ারের বি গ্রুপ থেকে সুপার সিক্সে উঠেছে ইউনাইটেড এসসি এবং ইউনাইটেড কলকাতা। দুটি ক্লাব গ্রুপের ১২ ম্যাচ থেকে সংগ্রহ করেছে যথাক্রমে ২৭ এবং ২৪ পয়েন্ট।