দুদিন আগ শতাধিক পণ্যে জিএসটির হার কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থমন্ত্রীর ওই ঘোষণার পর কোন জিনিসের দাম কতটা কমছে তা নিয়ে চর্চায় ব্যস্ত আমজনতা। এরই মধ্যে বিভিন্ন পণ্যে কর হ্রাসের কৃতিত্ব নিতে ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। মোদি সরকারের জিএসটি সংস্কার নিয়ে গেরুয়া শিবিরকে আক্রমণ করেছে কংগ্রেস। রাহুল গান্ধীর দলের দাবি, তাদের উপর্যুপরি চাপেই কর কমাতে বাধ্য হয়েছে মোদি সরকার।
কংগ্রেসের ওই মন্তব্যের প্রেক্ষিতেই এবার মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বললেন, যাঁরা একসময় জিএসটি-কে ‘গব্বর সিং ট্যাক্স’ বলেছিলেন, আজ তাঁরাই আবার সংস্কারের কৃতিত্ব দাবি করছেন। কংগ্রেস আজ ভুলে গিয়েছে, ইন্দিরা গান্ধীর আমলে ভারতে বিশ্বের সর্বোচ্চ আয়কর হার চালু ছিল। একই সঙ্গে অর্থমন্ত্রী প্রশ্ন তোলেন, ক্ষমতায় থাকাকালীন কংগ্রেস কেন জিএসটি কার্যকর করতে পারেনি?
শুক্রবার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী কংগ্রেসকে কটাক্ষ করে প্রশ্ন করেন, “কংগ্রেস প্রায় ৬০ বছর ক্ষমতায় থেকেও কর ব্যবস্থায় কেন সংস্কার করতে পারেনি? প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে ভারতে আয়করের হার ছিল বিশ্বের সর্বোচ্চগুলির মধ্যে একটি। কংগ্রেস নেতারা আজ যেটা ভুলে যাচ্ছেন।”
অর্থমন্ত্রীর দাবি, কর ব্যবস্থায় মোদি সরকারের এই সংস্কার একটি ঐতিহাসিক পদক্ষেপ। জিএসটির মাধ্যমে দেশজুড়ে এক কর ব্যবস্থা চালু হয়েছে। রাজস্ব প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করেছে জিএসটি।
উল্লেখ্য, ২০১৭ সালে জিএসটি চালু করে মোদি সরকার একাধিক কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের পরোক্ষ করকে এক ছাতার তলায় এনেছিল। কিন্তু শুরু থেকেই বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছে জিএসটি ব্যবস্থাকে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী অভিযোগ করেন, জিএসটির কারণে ব্যবসা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, জিএসটি ব্যবস্থা কতটা ক্ষতিকর তা বোঝাতে রাহুল বলিউডের খলনায়ক গব্বর সিংয়ের আতঙ্কের সঙ্গে এর তুলনা করেন। তাই জিএসটিকে ‘গব্বর সিং ট্যাক্স’ বলে আখ্যা দেন ইন্দিরা গান্ধীর নাতি।
অন্যদিকে, মোদি সরকার পাল্টা জানায়, জিএসটি দীর্ঘমেয়াদে দেশকে একক বাজারে রূপান্তরিত করেছে। কর আদায়ে স্বচ্ছতা এনেছে। জিএসটির যে স্ল্যাব নিয়ে বিরোধীরা এতদিন মোদি সরকারকে সমালোচনা করত দুদিন আগে সেই স্ল্যাবেও পরিবর্তন ঘটিয়েছে কেন্দ্র। এখন স্ল্যাবে পরিবর্তনের কৃতিত্ব নেওয়ার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছে কংগ্রেস-সহ সব রাজনৈতিক দল।
