হুক্কা বিতর্কে মুখ খুলেছেন ইরফান পাঠান। ধোনিকে একসঙ্গে বসে হুক্কা টানার প্রস্তাব দিয়েছেন তিনি। ভারতের প্রাক্তন অলরাউন্ডারের সেই মন্তব্যটিও ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এর পর আর কী করে চুপ থাকতে পারেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং? যাঁকে কারণে অকারণে বিভিন্ন সময় ধোনি এবং কপিল দেবের সমালোচনায় সরব হতে দেখা যায় সামাজিক মাধ্যমে।
পাঠানের সাম্প্রতিকতম ‘হুক্কা’-মন্তব্যের পরিপ্রেক্ষিতে যোগরাজ আরও একবার কাঠগড়ায় তুলেছেন ধোনি এবং সেই সঙ্গে কপিল দেবকে।
২০২০ সালে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাঠান নাম না করে বিতর্কিত মন্তব্য করেছিলেন মহেন্দ্র সিং ধোনির নামে। তিনি বলেছিলেন, “কারও ঘরে গিয়ে হুক্কা সেজে দেওয়া আমার কাজ নয়। একজন ক্রিকেটার হিসেবে নিজের খেলায় মন দেওয়াটাই আমার কাজ। আর আমি সেটাই করতাম।” নাম না করলেও পাঠানের ইঙ্গিত ছিল প্রাক্তন ভারত অধিনায়ক ধোনির দিকেই। সম্প্রতি সেই সাক্ষাৎকারের অংশ ভাইরাল হয়েছিল সমাজমাধ্যমে।
আর তারই পরিপ্রেক্ষিতে পাঠানের দিকে ধেয়ে আসে ‘হুক্কা’ নিয়ে প্রশ্ন। বুধবার ছিল ভারতীয় জোরে বোলার মহম্মদ শামির জন্মদিন। এদিন সোশ্যাল মিডিয়ায় শামিকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন ইরফান। এই পোস্টের কমেন্টেই জনৈক নেট নাগরিক তাঁকে প্রশ্ন করেন ধোনির হুক্কা সেজে দেওয়া নিয়ে। উক্ত নেটাগরিক প্রশ্ন করেন, “পাঠান ভাই, সেই হুক্কাটার কী হল?” এই প্রশ্নে কিন্তু কিছুমাত্র বিচলিত হননি ইরফান। বরং কিছুটা রূঢ়ভাবেই তিনি জবাব দিয়েছেন, “আমি আর ধোনি একসঙ্গে বসে ধূমপান করব।” আর এই মন্তব্যই নতুন করে উস্কে দিয়েছে যোগরাজ সিংকে।
এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যোগরাজ বলেন, “কেবল ইরফান পাঠান নন। আপনারা গৌতম গম্ভীরকেও এই ধরণের কথা বলতে শুনেছেন। বীরেন্দ্র সেহবাগও খোলাখুলিভাবে ধোনির বিরুদ্ধে কথা বলেছেন। হরভজন সিং বলেছেন, কী ভাবে তাঁকে মাছি তাড়ানোর মতো দল থেকে বের করে দেওয়া হয়েছিল। আপনাদেরও উচিত এই বিষয়ে একটি জুরি গঠন করা। ধোনি নিজে কিন্তু এই প্রসঙ্গে কোনও জবাব দিতে চান না। কারণ নিজের বিবেকের কাছে দোষী তিনি।”
এরপরই শুধু ধোনিতে সীমাবদ্ধ না থেকে ভারতের প্রথম বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেবকেও আক্রমণ করেছেন যোগরাজ। সেই সঙ্গে নিশানায় রেখেছেন দেশের আরেক কিংবদন্তি প্রয়াত বিষেণ সিং বেদীকে। বলেন, “আমি বিষণ সিং বেদী, কপিল দেব, এমএস ধোনির কথা বলব। আমি যাঁদের সঙ্গে ছিলাম তাঁদের কথা বলতে পারি। তাঁরা মানুষের সঙ্গে সত্যি সত্যিই খারাপ আচরণ করেছেন। যেটা ভুল সেটা ভুলই। আমি খোলাখুলিভাবে বলছি, আমাদের ক্রিকেটার এবং দলকে আমাদের অধিনায়ক ধ্বংস করেছেন।”