গণেশ উৎসব চলাকালীন মুম্বাইয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়ে ‘১ কোটি মানুষকে হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে দিল্লির পার্শ্ববর্তী উত্তরপ্রদেশের নয়ডা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার মুম্বাই ট্রাফিক পুলিশের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে একটি বার্তা আসে। সেখানে দাবি করা হয়, ১৪ জন পাকিস্তানি জঙ্গি শহরে প্রবেশ করেছে এবং তারা ৪০০ কেজি আরডিএক্স ৩৪টি গাড়িতে পুঁতে রেখেছে। হুমকিদাতা আরও লিখেছিল, শনিবারের অনন্ত চতুর্দশী-তে একাধিক বিস্ফোরণ ঘটানো হবে শহর জুড়ে। পুলিশ জানায়, ‘লস্কর-এ-জিহাদি’ নাম উল্লেখ করে বার্তাটি পাঠানো হয়েছিল।
সূত্রের খবর, হুমকি পাঠানোর অভিযোগে অভিযুক্ত ব্যক্তির নাম অশ্বিনী। মুম্বাই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে নয়ডা পুলিশ কমিশনার লক্ষ্মী সিংয়ের নির্দেশে বিশেষ দল গঠন করে তাকে গ্রেপ্তার করা হয়। অশ্বিনীকে নয়ডার সেক্টর-১১৩ থেকে আটক করে পরে মুম্বাই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
মুম্বাই পুলিশ জানিয়েছে, এর আগে এমন ধরনের একাধিক হুমকি বার্তা এসেছে। তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে চিরুনি তল্লাশি। অ্যান্টি-টেররিজম স্কোয়াডকেও সতর্ক করা হয়েছে। পুলিশ প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে বার্তার উৎস খুঁজে দেখছে। প্রাথমিকভাবে এটি হোক্স (ভুয়ো হুমকি) বলে মনে হলেও, বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।
শনিবার অনন্ত চতুর্দশীতে মুম্বাই শহরে লাখো ভক্ত রাস্তায় নামবেন গণেশ বিসর্জন উপলক্ষে। শহর জুড়ে সমুদ্র, জলাশয় ও কৃত্রিম পুকুরে প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি চলছে। এই সময় আইন-শৃঙ্খলা বজায় রাখতে ২১ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে।