অনুরাগ কাশ্যপের প্রযোজনায় এবং নবাগতা নির্মাতা অনুপর্ণা রায়ের পরিচালনায় নির্মিত চলচ্চিত্র ‘Songs of Forgotten Trees’ বিশ্ব প্রিমিয়ারে ব্যাপক সাড়া ফেলেছে ৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। মর্যাদাপূর্ণ ‘অরিজোন্তি’ (Orizzonti) বিভাগে এটাই একমাত্র ভারতীয় ছবি, যেখানে প্রথম ছবি, স্বাধীন নির্মাণ ও তরুণ প্রতিভাকে গুরুত্ব দেওয়া হয়।
অনুরাগ কাশ্যপ ছবির সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, “এই সময়ে যে ছবি অনুপর্ণা বানিয়েছেন, আমি ২৫ বছর আগেও পারতাম না। নিঃসন্দেহে তিনি ভারতের এক শক্তিশালী নতুন কণ্ঠ।”
চলচ্চিত্রটির মূল কাহিনি দুই অভিবাসী নারীকে ঘিরে। থুয়া (নাজ শেখ) একজন অভিনেত্রী হতে চাওয়া তরুণী এবং স্বেতা (সুমি বাঘেল) কর্পোরেট চাকুরে। মুম্বইয়ের ব্যস্ত নগরজীবনের মাঝে তারা একসঙ্গে থাকতে গিয়ে অদ্ভুত এক বন্ধন গড়ে তোলে। ব্যক্তিগত ইতিহাস, আকাঙ্ক্ষা ও আঘাত সামনে আসতেই সম্পর্কটি নতুন মোড় নেয়।
ছবিটি সম্পর্কে আনুষ্ঠানিক সংক্ষিপ্তসারে বলা হয়েছে, এই গল্প নিজের আত্মপরিচয়, কঠিন পরিস্থিতিতে টিকে থাকা ও হঠাৎ করে পাওয়া পারস্পরিক সহমর্মিতা ও বন্ধুত্বের এক দারুণ প্রতিফলন। সম্প্রতি ছবিটি বিশ্বব্যাপী পরিবেশনার জন্য গ্রহণ করেছে Celluloid Dreams।
ভেনিস উৎসবের ‘অরিজোন্তি’ প্রতিযোগিতায় সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন অনুপর্ণা রায়। এ বিভাগে এই প্রথমবার কোনও ভারতীয় পরিচালক এই সম্মান পেলেন। এর আগে ২০১৪ সালে চেতন তামহানে তাঁর ছবি “Court”-এর জন্য সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।
অভিভূত অনুপর্ণা মঞ্চে বলেন, “এ পুরস্কার আমি আমার দেশ ও শহরের প্রতিটি মানুষের উদ্দেশে উৎসর্গ করছি।” তিনি আরও বলেন, “প্রত্যেক শিশুর শান্তিতে বেঁচে থাকার এবং মুক্তি পাওয়ার অধিকার আছে। প্যালেস্টাইনও এর ব্যতিক্রম নয়।”
ফিল্ম ক্রিটিকদের এক পর্যালোচনায় উল্লেখ করা হয়েছে, “অনুপর্ণা রায় প্রচলিত গল্প বলার ধারা এড়িয়ে গেছেন। বরং নীরব মুহূর্ত, অমীমাংসিত সম্পর্ক ও ক্ষুদ্র আবেগের ভেতর দিয়ে থুয়া ও স্বেতার সহমর্মিতা ফুটিয়ে তুলেছেন। মাত্র এক ঘণ্টার কিছু বেশি দৈর্ঘ্যের ছবিটি সংক্ষিপ্ত হলেও প্রাঞ্জল। অতিরিক্ত আবেগপ্রবণতা এড়িয়ে গিয়ে সম্পর্ককে বাস্তবসম্মতভাবে উপস্থাপন করেছে।”
অনুপর্ণা রায়ের প্রথম ছবিই আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় সিনেমাকে নতুন মর্যাদায় পৌঁছে দিল।
