ফের আরজিকর আন্দোলনের অন্যতম মুখ, প্রতিবাদী চিকিৎসকদের তলব করল কলকাতা পুলিশ। এবার দুই জুনিয়র ডাক্তারকে তলব করা হয়েছে।
কলকাতা পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য সমন পাঠানো হয়েছে আরজিকর আন্দোলনের অন্যতম মুখ ২ জুনিয়র ডাক্তারকে।
চিকিৎসক দেবাশিস হালদার ও চিকিৎসক আসফাকুল্লা নাইয়াকে তলব করেছে পুলিশ। চিকিৎসক আসফাকুল্লা নাইয়াকে ৮ সেপ্টেম্বর বিকেল চারটের সময় হেয়ার স্ট্রিট থানায় ডেকে পাঠানো হয়েছে।
অন্যদিকে চিকিৎসক দেবাশিস হালদারকে ৯ এবং ১১ সেপ্টেম্বর ডাকা হয়েছে হেয়ার স্ট্রিট থানায়। তবে ওই চিকিৎসকরা নির্দিষ্ট দিনে থানায় যাবেন কি না, পুলিশের ডাকে সাড়া দেবেন কি না তা জানা যায়নি।
সূত্রের খবর, গত বছরের একাধিক মামলার পরিপ্রেক্ষিতে তাঁদের ডেকে পাঠানো হয়েছে থানায়। এর আগেও আরজিকর আন্দোলনের সামনের সারিতে থাকা একাধিক চিকিৎসককে থানায় ডেকে পাঠানো হয়েছিল। সম্প্রতি পুলিশের জেরার মুখোমুখি হওয়ার পরেও সংবাদমাধ্যমের সামনে তাঁরা স্পষ্টভাবে জানিয়েছিলেন, প্রতিবাদে রাস্তা থেকে তাঁরা সরবেন না।
প্রসঙ্গত গতবছর আরজিকর হাসপাতালের এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছিল। তারই প্রতিবাদে এই আন্দোলন।