উত্তরপ্রদেশে বিজেপি সাংসদের বোনকে শ্বশুরবাড়িতে নির্যাতনের অভিযোগ। এমনকী, নির্যাতিতাকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। নির্যাতিতার অভিযোগ, তিনি যখন স্নান করছিলেন সেসময় তাঁর গোপন ভিডিয়ো রেকর্ড করেছেন শ্বশুর এবং দেওর। চঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের এটাওয়া জেলার রানি অবন্তী বাঈ নগরে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
উত্তরপ্রদেশের ফারুখাবাদে বিজেপি সাংসদ মুকেশ রাজপুতের বোন তাঁর শ্বশুরবাড়িতে চরম নিগ্রহের শিকার হয়েছেন বলে অভিযোগ। রবিবার রাতে নির্যাতিতা মহিলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, রবিবার দুপুরে যখন তিনি স্নান করছিলেন সেই সময় তাঁর দেওর এবং শ্বশুর শৌচাগারের জানালা দিয়ে ভিডিয়ো রেকর্ডিং করার চেষ্টা করছিল। বিষয়টি দেখতে পেয়েই তিনি তীব্র আপত্তি জানান। তখন তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ এমনকী, শারীরিক নির্যাতনও করা হয়। এখানেই শেষ নয়, এরপর তাঁর শ্বশুর রাইফেল বের করে তাঁকে গুলি করে খুন করার হুমকি দেন।
ইতিমধ্যেই ওই বিজেপি সাংসদের বোনকে লাঠি দিয়ে মারধর করছে শ্বশুর এমন একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
মহিলার অভিযোগ, তাঁর দুই দেওর তাঁকে ধারালো ছুরি এবং লোহার রড দিয়ে মারধর করে। বধূর দাবি, তাঁর দুটি কন্যা সন্তান আছে। তাঁর কোনও পুত্র সন্তান হয়নি। সেজন্যই শ্বশুরবাড়িতে তাঁর উপর এই নির্যাতন চলছে। এত বড় ঘটনার পর তাঁকে বাঁচাতে প্রতিবেশীরাও কেউ এগিয়ে আসেনি বলে তিনি জানিয়েছেন।
সাহাওয়ার থানার এসএইচও চমন গোস্বামী জানিয়েছেন, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে শ্বশুর লক্ষণ এবং দুই দেওর গিরীশ ও রাজেশের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।