কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর ঘটনায় অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা। মালদহের চাঁচল থানার পুলিশের হাতে গ্রেফতার
চাঁচল কলেজ তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি নাসিমুল হক ওরফে এবি সোহেল। ধৃতকে মঙ্গলবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ তাকে হেফাজত নিতে চেয়ে আদালতে আবেদন করে।
প্রসঙ্গত, চাঁচল কলেজ গেটের সামনে মনীষীদের ছবি নিয়ে চলতি মাসের ২ তারিখ একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেই প্রতিবাদ কর্মসূচিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন জ্বালানো হয় বলে অভিযোগ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়। ঘটনার প্রতিবাদে সরব হয় বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সোশাল মিডিয়ায় এ নিয়ে তীব্র নিন্দা করেন। সমাজ মাধ্যমে ভাইরাল হয় সেই ঘটনা। তারপর থেকেই সরগরম হয় রাজ্য রাজনীতি। সূত্রের খবর, সোমবারই ওই ছাত্র নেতাকে বহিষ্কার করেছিল তৃণমূল। মালদহ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটও ভেঙে দেওয়া হয় বলে খবর।
এদিকে রাজ্যের বিজেপি নেতৃত্ব তৃণমূল ছাত্র পরিষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। সামগ্রিক পরিস্থিতিতে নড়েচড়ে বসে পুলিশ। অবশেষে গ্রেফতার করা হল রবি ঠাকুরের ছবি পোড়ানোর ঘটনায় অভিযুক্ত বহিষ্কৃত তৃণমূল ছাত্র পরিষদের ওই নেতাকে।
সোমবার চাঁচল থানায় একটি লিখিত মামলার ভিত্তিতে, পুলিশ
তদন্ত শুরু করে এবং মূল অভিযুক্তকে রাতেই গ্রেফতার করা হয়।