নেপালের বিক্ষোভ আন্দোলনের জেরে ভাঙা হয়েছে জেলখানা। যার ফলে পালিয়ে গিয়েছে বেশ কিছু বিচারাধীন বন্দি। মঙ্গলবার রাতে বিহারে সশস্ত্র সীমা বলের জওয়ানদের হাতে ধরা পড়ল এমনই ১০ জন বিচারাধীন বন্দি। যার মধ্যে দুজন বিহারের। জানা গিয়েছে, ওই ১০ বন্দি নেপালের জলেশ্বর জেল থেকে পালিয়েছিল। ধৃতদের সীতামারি জেলার বিত্থা মোড় ও সুরসান্দ থানার পুলিশের হাতে তুলে দিয়েছে এসএসবি। বিত্থা মোড় থানার এসএইচ ও মনোজ কুমার জানিয়েছেন, এসএসবি তাঁদের হাতে ৭ জন বন্দিকে তুলে দিয়েছে। ধৃতদের ফের জেলে পাঠানো হয়েছে। যার মধ্যে বিহারের বৈশালী জেলার হাজিপুরের মোহন কুমার বলে একজন আছে।
চলতি পরিস্থিতিতে ভারত-নেপাল বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিহার সরকার। সীমান্ত টপকে নেপাল থেকে কেউ যাতে ভারতে ঢুকতে না পারে তার জন্য উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকারও সীমান্তে নজরদারি বাড়িয়েছে। নিয়োগ করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।
৮ সেপ্টেম্বর থেকে নেপালে শুরু হওয়া বিক্ষোভ আন্দোলনে প্রাণ গিয়েছে ১৯ জনের। জখম হয়েছেন দেড় শতাধিক মানুষ। প্রবল আন্দোলনের জেরে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সহ এক ডজন মন্ত্রী।