পহেলগাম কাণ্ডের পর রবিবার ২২ গজে প্রথমবার মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। বহুল প্রতীক্ষিত এই হাইভোল্টেজ ম্যাচের টিকিট এখনও বিক্রি হয়নি পুরোপুরি বলে সূত্রের খবর। টিকিট বিক্রির প্রক্রিয়া অবশ্য শুরু হয়ে গিয়েছে আগেই। মাঠে গিয়ে খেলা দেখতে ইচ্ছুক সমর্থকেরা অনলাইনে কাটতে পারবেন এশিয়া কাপে আসন্ন ভারত-পাক ম্যাচের টিকিট। কিন্তু সেই টিকিট কেনারই লোক নেই।
ভারত-পাক ক্রিকেট ম্যাচ মানেই উত্তেজনার পারদ থাকে একেবারে তুঙ্গে। বিক্রি শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নিঃশেষ হয়ে যায় সমস্ত টিকিট। অথচ এবার দেখা যাচ্ছে একেবারেই ভিন্ন ছবি। অথচ পহেলগাম কাণ্ডের জেরে বাড়তি মাত্রা পেয়েছে রবিবারের ম্যাচটি। তার পরেও টিকিটের চাহিদায় এ হেন মন্দার কারণ কী? তা হলে কি পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট ম্যাচ বয়কটের যে ডাক উঠেছে গোটা ভারতজুড়ে, তার জেরেই এমন অবস্থা?
অতিরিক্ত দাম এবং প্যাকেজের কারণেই এবার টিকিটের চাহিদা অত্যন্ত কম। বিশেষ করে, টিকিটের দাম দেখে চোখে জল চলে আসছে অনেকেরই। টিকিট বিক্রির ওয়েবসাইটগুলিতে দেখা গিয়েছে, ভিআইপি গ্যালারিতে একজোড়া আসনের দাম প্রায় আড়াই লক্ষ টাকা। ওয়েবসাইট অনুসারে, টিকিটের প্যাকেজের মধ্যে বসার ব্যবস্থা ছাড়াও অফুরন্ত খাবার এবং পানীয়, একটি পার্কিং পাস, ভিআইপি ক্লাব বা লাউঞ্জে অবাধ গতিবিধি এবং ব্যক্তিগত প্রবেশদ্বার তথা বিশ্রামাগার অন্তর্ভুক্ত।
দ্য রয়্যাল বক্সের দাম ২.৩ লক্ষ টাকা। স্কাই বক্সের দাম ১.৬ লক্ষ টাকা। এ ছাড়া প্ল্যাটিনাম স্তরের টিকিটের দাম ৭৫,৬৫৯ টাকা। অন্যদিকে সবচেয়ে কম দামের টিকিট কিনতে হলেও দুজনের জন্য খরচ হবে প্রায় ১০,০০০ টাকা। সব মিলিয়েই এবার টিকিট কিনতে কার্যত হিমশিম খাচ্ছেন দর্শকরা। এই কারণেই দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন ছবি। ভারত-পাক ম্যাচের মাত্র ৪ দিন বাকি থাকতেও এখনও পুরোপুরি বিক্রি হয়নি টিকিট।