গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নাবালিকা পাচার রুখল কলকাতার পুলিসের গোয়েন্দা বিভাগ। বড়তলা থানার অন্তর্গত ৪-এ গুলু ওস্তাগর লেনে অভিযান চালিয়ে ৯ নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে এক দম্পতি-সহ ৬ জন গ্রেফতার করা হয়েছে। পুলিস ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আর কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করছে।
জানা গিয়েছে, ধৃত অমিত বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী সরস্বতী বন্দ্যোপাধ্যায় বড়তলা থানা এলাকার বাসিন্দা। নাবালিকা পাচারের কাজে এই দম্পতি পাচারকারীদের সাহায্য করছিল। তাদের বাড়িতেই লুকিয়ে রাখা হয়েছিল নাবালিকাদের। পাচারের সঙ্গে জড়িত অভিযুক্ত সুমন হালদার, পূজা মিস্ত্রি, দীপ চট্টোপাধ্যায় এবং আকাশ চৌধুরী নামে আরও একজন। সুমন দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের বাসিন্দা। আকাশ ও দ্বীপের বাড়ি উত্তর ২৪ পরগনার শ্যামনগরে এবং পূজা দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, ধৃতরা চাকরির টোপ দিয়ে তরুণী ও নাবালিকাদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলত। মূলত গরিব ঘরের মেয়েরাই ছিল তাদের নিশানা।এরপর তাদের জোর করে দেহ ব্যবসার কাজে লাগানো হত। ওই ৯ নাবালিকাকে ভিন রাজ্যে পাচারের ছক ছিল বলে পুলিশের অনুমান। তবে পাচারের আগেই তাদের উদ্ধার করা হয়েছে। পুলিশ ধৃতদের জেরা করে জানতে চাইছে, কোথায় ওই নাবালিকাদের পাচারের পরিকল্পনা চলছিল? এই পাচারচক্রে সঙ্গে আর কারা জড়িত।
Leave a comment
Leave a comment