দর্শকদের সামনে নতুন ছবি ‘নিশানচি’ নিয়ে আসছেন বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ। ছবির ট্রেলারেই ধামাকা অ্যাকশন, ড্রামা আর কমেডির দারুণ মিশ্রণে উচ্ছ্বসিত দর্শকরা। এর মধ্যেই ছবির শুটিং সেট থেকে বেরিয়ে এসেছে এক মজার কাহিনি, যা নিয়ে চলছে জোরদার আলোচনা।
অনুরাগ কাশ্যপের ডাকনাম আসলে ‘রিঙ্কু’। মজার ব্যাপার হল, ছবিতে বেদিকা পিন্টো-র চরিত্রের নামও রিঙ্কু। তাই শুটিং সেটে যখনই কেউ “রিঙ্কু” বলে ডাকত, তখনই অনুরাগ আর বেদিকা দুজনেই ঘুরে তাকাতেন। এতে গোটা টিম হাসত। পরিচালক নিজেই বলেছেন, বাস্তব জীবনের এই নামটি ছবির গল্পে যুক্ত হওয়াটা বেশ মজাদার অভিজ্ঞতা ছিল।
‘নিশানচি’-তে বড় চমক নিয়ে আসছেন ঐশ্বর্য ঠাকরে। তিনি অভিনয় করছেন যমজ দুই ভাই বাবলু ও ডবলু চরিত্রে। অন্যদিকে বেদিকা পিন্টো হচ্ছেন রিঙ্কু। গল্পে দেখা যায়, বাবলু গভীরভাবে রিঙ্কুকে ভালোবাসে, কিন্তু ডবলুর আগমনে সেই সম্পর্ক ভেঙে যেতে শুরু করে।
পরিচালক অনুরাগ কাশ্যপ বলেন, “এই ছবি বানাতে গিয়ে আমি যেন আবার আমার পুরোনো ধাঁচের সিনেমায় ফিরে গেলাম। এটা একদম সালিম-জাভেদ স্টাইলে তৈরি। নায়ক আছে, নাটক আছে, আর দর্শকদের জন্য দারুন সমাপ্তিও আছে।” তিনি আরও জানান, ছবিটির শুটিং হয়েছে টানা ৬৯ দিন, যা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ও দীর্ঘ সময় ধরে চলেছে শুটিং। প্রথমে ছবির নাম রাখা হয়েছিল ‘বাবলু নিশানচি, রঙ্গীলা রিঙ্কু আর ডবলু’, তবে নামটা বড় হওয়ায় পরে সংক্ষেপে রাখা হয় ‘নিশানচি’।
ছবিতে আরও অভিনয় করেছেন মনিকা পানওয়ার, মোহাম্মদ জিশান আয়ুব ও কুমুদ মিশ্রা। ছবিটি প্রযোজনা করেছেন অজয় রাই ও রঞ্জন সিং, ব্যানার জার পিকচার্স-এর অধীনে, সহযোগিতায় রয়েছে ফ্লিপ ফিল্মস। ছবিটির কাহিনি লিখেছেন প্রসুন মিশ্র, রঞ্জন চান্ডেল ও অনুরাগ কাশ্যপ। ‘নিশানচি’ মুক্তি পাচ্ছে ১৯ই সেপ্টেম্বর, প্রেক্ষাগৃহে। আপাতত অপেক্ষায় দর্শকরা।