আগামী বছর বসতে চলেছে ফিফা বিশ্বকাপের আসর। তার আগে বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫ বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার তরফে যে খবর সামনে আনা হল তা এক কথায় অভূতপূর্ব। ফিফা জানিয়েছে, আগামী ২০২৬ বিশ্বকাপের প্রি-সেল ড্র শুরু হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই মোট ২১০টি দেশের ফুটবল ভক্তদের কাছ থেকে জমা পড়েছে ১৫ লক্ষেরও বেশি টিকিটের আবেদন।
বিশ্বকাপ ফুটবলের জনপ্রিয়তা গোটা বিশ্বজুড়ে। কেউ কেউ এই ইভেন্টটিকে অলিম্পিক গেমসের সঙ্গেও তুলনা করেন। জানা যাচ্ছে, বিশ্বকাপের টিকিটের চাহিদা সবথেকে বেশি আয়োজক তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়। আর এর পরেই রয়েছেন যথাক্রমে আর্জেন্টিনা, কলম্বিয়া, ব্রাজিল, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল এবং জার্মানির ফুটবলপ্রেমীরা।
এই প্রথমবার একসঙ্গে ৪৮ টি দেশ অংশ নিতে চলেছে বিশ্বকাপের মূল পর্বে। মেক্সিকো, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬ টি শহরে মোট ১০৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বছরের বিশ্বকাপে। এর পাশাপাশিই জানা যাচ্ছে যে, প্রি-সেল ড্র-টি খোলা থাকবে আগামী ১৯ সেপ্টেম্বর বেলা ১১ টা পর্যন্ত। এর পর আগামী ২৯ সেপ্টেম্বর থেকে সফল আবেদনকারীদের ইমেলের মাধ্যমে নিশ্চিত করা হবে। এবং ১ অক্টোবর থেকে টিকিট কেনার জন্য নির্ধারিত সময়সীমা দেওয়া হবে।
টিকিটের দাম শুরু হবে নূন্যতম ৬০ ডলার থেকে। তবে টিকিট বিক্রির প্রথম পর্যায়ে একটি গতিশীল মূল্য নির্ধারণ করা হবে। এর পর বাজারের চাহিদা অনুসারে ভক্তরা বিভিন্ন মূল্যের টিকিট কিনতে পারবেন। পাশাপাশি আগামী অক্টোবরে অতিরিক্ত টিকিট বিক্রির পর্যায় শুরু হওয়ার কথা রয়েছে।