অবৈধ বেটিং অ্যাপ 1xBet মামলায় টলিউড নায়িকা এবং প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ১৫ই সেপ্টেম্বর, সোমবার, তাঁকে দিল্লির ইডি দফতরে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
একই মামলায় ১৬ই সেপ্টেম্বর বলিউড অভিনেত্রী ঊর্বশী রৌতেলাকেও জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছে। ইডি সূত্রে নিশ্চিত করা হয়েছে, “দু’জনকেই 1xBet অ্যাপ মামলায় হাজিরা দিতে বলা হয়েছে।”
এর আগে এই মামলায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানকে ৪ঠা সেপ্টেম্বর ইডি-র দফতরে হাজির হয়ে জেরার মুখোমুখি হতে হয়। গত মাসে প্রাক্তন তারকা ক্রিকেটার সুরেশ রায়নাকেও একই মামলায় তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ইডি সূত্রে খবর, বহু প্রখ্যাত ক্রীড়াবিদ ও সেলিব্রিটির নাম এই অবৈধ বেটিং চক্রের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে। অভিযোগ, এইসব অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ ও বিনিয়োগকারীদের কাছ থেকে কয়েক হাজার কোটি টাকা প্রতারণা করা হয়েছে, পাশাপাশি বিপুল পরিমাণ কর ফাঁকিও হয়েছে।
সরকার সম্প্রতি সংসদে জানিয়েছে, ২০২২ থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত ১,৫২৪টি নির্দেশ জারি করে বিভিন্ন অনলাইন বেটিং ও জুয়া খেলার প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বাজার বিশ্লেষক সংস্থা ও তদন্তকারী এজেন্সিগুলির হিসাব অনুযায়ী, বর্তমানে ভারতে প্রায় ২২ কোটি ব্যবহারকারী অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত, যার মধ্যে প্রায় ১১ কোটি নিয়মিত ব্যবহারকারী। অনলাইন বেটিং অ্যাপ বাজারের মূল্য ইতিমধ্যেই ১০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে এবং বছরে প্রায় ৩০% হারে বৃদ্ধি পাচ্ছে।