ওড়িশার পুরীতে সমুদ্রতটের কাছে গণধর্ষণের শিকার এক কলেজ ছাত্রী। এই ঘটনায় এখনও একজন অভিযুক্ত পলাতক, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত শনিবার অর্থাৎ ১৩ সেপ্টেম্বর দুপুরে। তবে অভিযোগ দায়ের করা হয় সোমবার, ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় পুরী সদর থানায়।
পুলিশ সুপার প্রতীক সিং জানিয়েছেন, ১৯ বছরের ওই ছাত্রী তাঁর প্রেমিকের সঙ্গে বালিহারচণ্ডী মন্দিরের কাছে বসেছিলেন। সেই সময় কিছু স্থানীয় যুবক তাদের ছবি ও ভিডিয়ো তোলে এবং মুছে দেওয়ার শর্তে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে, ওই দলের দুই যুবক ছাত্রীকে ধর্ষণ করে এবং অন্যরা তাঁর প্রেমিককে মারধর করে গাছে বেঁধে রাখে।
এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে ধর্ষণে জড়িত দুই যুবকও রয়েছে। তবে এখনও একজন অভিযুক্ত পলাতক, তার খোঁজে অভিযান চলছে।
ঘটনা নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। বিজেডির (BJD) সিনিয়র নেতা এবং এলাকার প্রাক্তন বিধায়ক সঞ্জয় দাস বর্মা বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেছেন, জনপ্রিয় পর্যটন কেন্দ্র বালিহারচণ্ডী মন্দির ও তার আশেপাশে সরকারের সঠিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা উচিত।
উল্লেখ্য, এর আগে একই ধরনের একটি ঘটনা ঘটেছিল গত ১৫ জুন। সেদিন গঞ্জাম জেলার গোপালপুর সমুদ্রতটে এক কলেজ ছাত্রী গণধর্ষণের শিকার হন। সেই ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছিল।