করমর্দন বিতর্কে শেষপর্যন্ত কিছুটা হলেও স্বস্তিতে পাকিস্তান। অনেক টানাপোড়েনের পর পাক বোর্ড (PCB) তাদের ম্যাচ প্রত্যাহারের হুমকি থেকে সরে এসেছে এবং বুধবার এশিয়া কাপের গ্রুপ লিগের শেষ খেলায় সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে মাঠে নামাবে দল। কারণ, আইসিসির সঙ্গে পাক বোর্ড একটি মাঝামাঝি চুক্তিতে পৌঁছেছে বলে জানা যাচ্ছে।
পিসিবি’র একটি সূত্র জানিয়েছে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট পাকিস্তানের আর কোনও ম্যাচে জড়িত থাকবেন না। তাঁর পরিবর্তে রিচি রিচার্ডসন ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন।
রবিবারের ম্যাচ শেষে পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় নিহত ২৬ জনের প্রতি শ্রদ্ধা জানাতে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দনের মাধ্যমে সৌজন্য বিনিময় করেননি সূর্য কুমার যাদবরা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আইসিসির নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনে ম্যাচ রেফারি পাইক্রফটকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার আবেদন জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসি সে দাবি পুরোপুরি মেনে না নিলেও শেষ পর্যন্ত পাইক্রফ্টকে সরিয়ে দেওয়া হল পাকিস্তানের আগামী ম্যাচগুলি থেকে।
পাক বোর্ডের তরফে হুমকি দেওয়া হয়েছিল, আইসিসি যদি তাদের দাবি না মেনে নেয় তাহলে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচটি বয়কট করবে তারা। এই পরিস্থিতিতে আইসিসির পাইক্রফ্টকে সরিয়ে ম্যাচ রেফারি হিসেবে রিচি রিচার্ডসনকে বেছে নেওয়ার পদক্ষেপটি পাক ক্রিকেটের সাময়িক জয় বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, আইসিসি তরফে পিসিবি যে প্রত্যাখ্যান পত্রটি পেয়েছিল তাতে জেনারেল ম্যানেজার হিসেবে সাক্ষর করেছিলেন ওয়াসিম খান। এর আগে যিনি পাক বোর্ডের সিইও ছিলেন।
এদিকে পিসিবির আবেদন প্রত্যাখ্যান করার পরও আইসিসির ম্যাচ রেফারির দায়িত্ব থেকে রিচার্ডসনকে সরিয়ে দেওয়ার ঘটনাটি পিসিবি চেয়ারম্যান মহসিন নকভিরও কিছুটা মুখ রক্ষা করল বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, মহসিন নকভি পাক বোর্ডের চেয়ারম্যান হওয়ার পাশাপাশি একদিকে যেমন এশীয় ক্রিকেট কাউন্সিলেরও চেয়ারম্যান। অন্যদিকে তিনি শাহবাজ শরিফ সরকারেরও স্বরাষ্ট্রমন্ত্রী।
আবার এরই মধ্যে শোনা যাচ্ছে যে, পাকিস্তান যদি চলতি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নিত, তা হলে তাদের ক্ষতি হত প্রায় ১ কোটি ৬০ লক্ষ মার্কিন ডলার। যা বিসিসিআইয়ের মতো ধনী নয় এমন একটি ক্রিকেট বোর্ডের জন্য বেশ বড়সড় অঙ্ক। এদিকে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলার আগে সন্ধ্যায় একটি সাংবাদিক সম্মেলন ছিল। কিন্তু পাকিস্তান দলের প্রশিক্ষণের জন্য পৌঁছানোর প্রায় দেড় ঘন্টা আগে তা বাতিল করা হয়।