মার্কিন দেশে ভারতীয়দের সঙ্গে হচ্ছেটা কী? কদিন আগেই গলা কেটে এক ভারতীয়ের খুন হওয়ার পর এবার পুলিশের গুলিতে প্রাণ গেল এক ৩০ বছর বয়সি তথ্যপ্রযুক্তি কর্মীর। পুলিশ জানিয়েছে, তেলেঙ্গানার মেহবুবনগরের বাসিন্দা মহম্মদ নিজামউদ্দিনকে ক্যালিফোর্নিয়ায় সান্তা ক্লারার বাড়ির ভেতর ছুরি হাতে পাওয়ার পর গুলি করা হয়। অভিযোগ, তিনি তার রুমমেটকে ছুরি দিয়ে আঘাত করেছিলেন।
ঠিক কী হয়েছিল যাতে পুলিশের গুলিতে প্রাণ দিতে হল ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীকে? জানা যাচ্ছে, নিহত ভারতীয়ের নাম মহম্মদ নিজামুদ্দিন। পুলিশ জানিয়েছে, গত ৩ সেপ্টেম্বর তাঁকে সান্তা ক্লারার বাড়িতে ছুরি হাতে দেখা যায়। সেই সময় তিনি নিজের রুমমেটকে দেওয়ালে চেপে ধরে খুন করতে গিয়েছিলেন। পুলিশ জানায়, তারা একটি ৯১১ কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এই ঘটনার সাক্ষী হয় এবং তার পরেই নির্দেশ পেয়ে গুলি চালায়। নিজামউদ্দিনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। আহত রুমমেটকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে মার্কিন দেশে পুলিশের গুলিতে ভারতীয়ের এমন মৃত্যু ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। নিজামউদ্দিনের পরিবার দাবি করেছে যে নিজামউদ্দিনই প্রথমে সাহায্যের জন্য পুলিশকে ফোন করেছিলেন এবং তারপর পুলিশ এসে তাকেই গুলি চালায়। বর্ণবৈষম্যের কারণেই নিজামউদ্দিনকে রুমমেট আক্রমণ করেছিল বলে অভিযোগ পরিবারের। এখন তাঁর দেহ ফিরিয়ে আনতে চাইছেন পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের কাছে সেই আবেদন জানানো হয়েছে।
যদিও পুলিশের মতে, রুমমেটের সঙ্গে কথা কাটাকাটি মারাত্মক আকার নেয়, যা পরে হামলার রূপ নেয়। তারা জানায়, সান্তা ক্লারা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস এবং সান্তা ক্লারা পুলিশ যৌথভাবে এই ঘটনার তদন্ত করছে।