ভারতীয় ফুটবলের গতিপ্রকৃতি নিয়ে চিন্তিত গোটা ক্রীড়া মহল। একদিকে আইএসএল নিয়ে জট এখনও কাটেনি পুরোপুরি। অন্যদিকে মাথায় ঝুলছে ফিফা কর্তৃক নির্বাসনের খাড়া। এরই মধ্যে শুক্রবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
এ দিন দেশের সর্বোচ্চ আদালত চূড়ান্ত করল ফেডারেশন ওরফে AIFF-এর সংবিধানের খসড়া। পাশাপাশি AIFF-কে সুপ্রিম কোর্ট এও নির্দেশ দিয়েছে যে, তারা যেন আগামী ৪ সপ্তাহের মধ্যে একটি সাধারণ সভা আয়োজন করে কিছু সংশোধনীসহ সংবিধান কার্যকর করে। ফেডারেশনকে এই নির্দেশ দিয়েছে বিচারপতি পি এস নরসিমা এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।
আদালত বর্তমান কল্যাণ চৌবের নেতৃত্বাধীন কমিটির নির্বাচনকে চূড়ান্ত বলে স্বীকৃতি দিয়েছে। কারণ, তাদের মেয়াদের আরও এক বছর বাকি রয়েছে। আদালত জানিয়েছে, “আমরা আগেই বলেছি যে মাত্র এক বছর বাকি আছে। তাই প্রতিদ্বন্দ্বিতাটি অপ্রয়োজনীয়। মাঝপথে এটিকে থামিয়ে দেওয়ার কোনও মানেই হয় না।
ক্রীড়াকর্মী তথা আইনজীবী রাহুল মেহরার একটি আবেদনের ভিত্তিতে দিল্লি হাইকোর্টের ২০১৭ সালের রায়ের বিরুদ্ধে AIFF-এর আবেদনে আদালত এই রায় দিয়েছে। রায়ে তৎকালীন সভাপতি প্রফুল্ল প্যাটেল সহ AIFF-এর পদাধিকারীদের নির্বাচন বাতিল করা হয়েছিল।
