শনিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা অন্তিম একদিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর সিরিজ নির্ণায়ক এই ম্যাচেই একটি বিশেষ ধরণের গোলাপি রঙের জার্সি পরে মাঠে নামতে চলেছেন হরমনপ্রীত কৌররা। স্তন ক্যান্সার নিয়ে মানুষের সচেতনতা বৃদ্ধি করতেই এই উদ্যোগ।
এদিন সামাজিক মাধ্যমে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে খবরটি নিশ্চিত করা হয়েছে। বিসিসিআইয়ের তরফে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেখানে অধিনায়িকা হরমনপ্রীত কৌর ছাড়াও প্রতীকা রাওয়াল এবং স্নেহ রানাকে গোলাপী স্ট্রিপ পরিহিত অবস্থায় দেখা গিয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়, “ভারতীয় দল আজ তৃতীয় একদিনের ম্যাচে স্তন ক্যান্সার সচেতনতা প্রচারের জন্য বিশেষ গোলাপি রঙের জার্সি পরবে।”
উল্লেখ্য, ক্রিকেট মাঠে স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়াস এই নতুন নয়। দক্ষিণ আফ্রিকার পুরুষ ক্রিকেট দল এই প্রয়াস দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে। প্রতি বছর জোহানেসবার্গে একটি ওয়ানডে ম্যাচ গোলাপি জার্সি গায়ে দিয়ে খেলে ‘পিঙ্ক-ডে’ পালন করে তারা। এছাড়া আইপিএলে গুজরাট টাইটান্স এবং দিল্লি ক্যাপিটালসের মতো ফ্র্যাঞ্চাইজিগুলিও ক্যান্সার সচেতনতামূলক উদ্যোগগুলির সমর্থনে বিশেষ কিট পরে।
আর এবার সেই জুতোয় পা গলাতে চলেছে ভারতের নারী বাহিনীও। এদিকে অজিদের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজ এই মুহূর্তে ১-১ অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে শনিবারের ম্যাচটি কার্যত সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে শুরু হতে চলেছে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ। তার আগে এই ম্যাচ জিতে হরমনপ্রীতরা যে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবেন তা বলাই বাহুল্য।