ভারতের চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন ভারতের জনপ্রিয় দক্ষিণী অভিনেতা মোহনলাল। শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রক আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করে। চার দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে তাঁর অসাধারণ অবদানের জন্য এই সম্মান দেওয়া হচ্ছে অভিনেতাকে।
দাদাসাহেব ফালকে সম্মান পাওয়ার পর এক আবেগঘন বার্তায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন মোহনলাল। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়ে আমি সত্যিই ভীষণ গর্বিত। এই সম্মান শুধু আমার নয়, বরং তাদেরও, যারা এত বছর ধরে আমার পাশে থেকেছেন। আমার পরিবার, দর্শক, সহকর্মী, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের ভালবাসা, বিশ্বাস আর সমর্থনই আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। কৃতজ্ঞ হৃদয়ে এই সম্মান আমি গ্রহণ করছি।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে মোহনলালকে শ্রদ্ধা জানিয়ে লেখেন, “শ্রী মোহনলালজি শ্রেষ্ঠত্ব আর বহুমুখী প্রতিভার প্রতীক। তার কাজ শুধু মালায়ালম নয়, তামিল, তেলুগু, কন্নড় এবং হিন্দি চলচ্চিত্রেও সমানভাবে সমাদৃত। তিনি থিয়েটার এবং কেরলের সংস্কৃতির সঙ্গেও গভীরভাবে যুক্ত। তাঁর অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন।”
এর জবাবে মোহনলাল কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, “এই সম্মান পেয়ে আমি ভীষণভাবে অনুপ্রাণিত। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে ধন্যবাদ জানাই শুভেচ্ছা ও আশীর্বাদের জন্য। এগুলো আমাকে নতুন উৎসাহ ও আনন্দে ভরিয়ে দিয়েছে। আমি আজীবন কৃতজ্ঞ থাকব চলচ্চিত্রের প্রতি এবং সেই সব মানুষের প্রতি যারা আমার পথচলাকে আলোকিত করেছেন।”
উল্লেখ্য, মালায়ালাম অভিনেতা মোহনলাল এখন পর্যন্ত ৩৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। শুধু মালায়ালম নয়, তামিল, তেলুগু, হিন্দি এবং কন্নড় ছবিতেও তাঁর কাজ সমানভাবে প্রশংসিত হয়েছে। মোহনলালের জনপ্রিয় কিছু ছবি হল ‘থুদারুম’, ‘দৃশ্যম’, ‘বনপ্রস্থম’ এবং ‘পুলিমুরুগন’।
মোহনলাল দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতা হয়েছেন। এছাড়াও পেয়েছেন নবারের বেশি কেরল স্টেট অ্যাওয়ার্ড এবং বহু আন্তর্জাতিক পুরস্কার। ভারত সরকার ২০০১ সালে তাঁকে পদ্মশ্রী এবং ২০১৯ সালে পদ্মভূষণে সম্মানিত করে।
মোহনলালকে দাদাসাহেব পুরস্কার দেওয়া হচ্ছে ২০২৩ সালের জন্য। তবে কোভিড মহামারির কারণে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের কার্যক্রম দেরি হওয়ায় এ বছর এই ঘোষণা করা হল। গত বছর এই সম্মান পান প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী।