ফাইনালের বেড়া এবারও টপকাতে পারলেন না সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি। রবিবার ব্যাডমিন্টনের চায়না মাস্টার্স টুর্নামেন্টের ডাবলস ফাইনালে ভারতীয় জুটি হেরে গেলেন দক্ষিণ কোরিয়ার সিও সেউং জায়ে এবং কিম ওন হো-র কাছে। হারলেন ১৯-২১ এবং ১৫-২১ গেমে।
হংকং ওপেনের ফাইনালেও সাত্ত্বিক-চিরাগ জুটিকে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। টানা দুটি ফাইনালে পরাজয় বড় ধাক্কা ভারতের ১ নম্বর ডাবলস জুটির কাছে।
চায়না মাস্টার্স সুপার ৭৫০ টুর্নামেন্টেও দুরন্ত ফর্মে ছিলেন সাত্ত্বিক-চিরাগ জুটি। ফাইনালে ভারতীয় জুটির প্রতিদ্বন্দ্বীরা হলেন টুর্নামেন্টে শীর্ষবাছাই এবং বিশ্ব চ্যাম্পিয়ন জুটি। তা সত্ত্বেও কিম ওন এবং সিও সেউং জুটির বিরুদ্ধে নামার আগে রীতিমতো আত্মবিশ্বাসী দেখিয়েছিল সাত্ত্বিক-চিরাগকে। কিন্তু কোর্টে নেমে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি তাঁরা। বরং মাত্র ৪১ মিনিটে স্ট্রেট গেমে হেরে যান।
রবিবার প্রথম গেমে শুরুর দিকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। এক পর্যায়ে ভারতীয় জুটি ৭ পয়েন্টের লিডও নিশ্চিত করে ফেলে। কিন্তু অভিজ্ঞ কোরিয়ানরা দুর্দান্তভাবে ফিরে এসে গেমটি জিতে নিয়েছে ২১-১৯ ব্যবধানে। দ্বিতীয় গেমে সমানভাবে শুরু হলেও, দক্ষিণ কোরিয়ান জুটি তাদের গতি ধরে রেখে এবং সাত্ত্বিক-চিরাগের ভুলগুলি কাজে লাগিয়ে গেম এবং ম্যাচ বের করে নিয়েছে। বিশ্ব চ্যাম্পিয়ন জুটি দ্বিতীয় গেমটি জিতেছে ২১-১৫ ব্যবধানে।
ব্যাডমিন্টনের বিশ্ব পর্যায়ের ওপেন টুর্নামেন্টে সাত্ত্বিক-চিরাগ জুটি শেষবার খেতাব জিতেছিল সেই ২০২৪ সালের মে মাসে, থাইল্যান্ড ওপেনে। চলতি বছর হংকং ওপেনে তাঁরা চিনের লিয়াং ওয়াইকেং এবং ওয়াং চ্যাংয়ের কাছে ৩ সেটের রোমাঞ্চকর লড়াইয়ে ২১-১৯, ১৪-২১, ১৭-২১ পরাস্ত হন। কিন্তু চায়না মাস্টার্সের ফাইনালে হেরে গেলেন স্ট্রেট সেটে।
যদি ভারতীয় জুটি গত আগস্টেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছে। যা তাঁদের ভাল খেলার ধারাবাহিকতাকেই প্রমাণ করে। ফাইনালে উঠে ফের হারতে হলেও,মুষড়ে পড়তে রাজি নন সাত্ত্বিক-চিরাগ। বরং বিশ্বমঞ্চে শক্তিশালী জুটি হিসেবে নিজেদের তুলে ধরতে কঠোর অনুশীলনে নিজেদের ব্যস্ত রাখতে চান।
