গাজা থেকে হামাস বাহিনীকে একেবারে উচ্ছেদ করতে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল।বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা শনিবারও গাজা সিটি ও গোটা গাজা জুড়ে তাদের অভিযান চালিয়েছে। তারা ভূগর্ভস্থ সুড়ঙ্গ ও বিস্ফোরক ভর্তি বাড়িগুলোকেও টার্গেট করে হামলা চালাচ্ছে। এর মধ্যেই ৪৮ জন বন্দির ছবি প্রকাশ করেছে প্যালেস্তাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড। তারা একে ‘ফেয়ারওয়েল পিকচার’ বা ‘বিদায়ী ছবি’ আখ্যা দিয়েছে। হামাসের দাবি এই বন্দিরা গাজা সিটির বিভিন্ন এলাকায় ছড়িয়ে আছে এবং তারা ইজরায়েলের বোমাবর্ষণের জেরেই মৃত্যুর মুখে।
শনিবার কাসাম ব্রিগেড অনলাইনে ৪৮ বন্দির মুখ প্রকাশ করে। তাদের প্রত্যেকের ক্যাপশনে ‘রন আরাদ’ বলে একটি নাম লেখা হয়েছে। এটি মূলত ১৯৮৬ সালে লেবাননে নিখোঁজ হওয়া ইজরায়েলের বিমান বাহিনীর এক ক্যাপ্টেনের নাম। তার পরিণতি ঠিক কী হয়েছিল তার আজও কিনারা করতে পারে নি সেদেশের সেনাবাহিনী।
গাজা সিটির দখল নিতে সম্প্রতি অভিযান শুরু করে ইজরায়েলি বাহিনী।গত সপ্তাহে শুরু হয় স্থল অভিযান। এদিকে এই অভিযানের কারণে ইজরায়েলের ভেতরেও নেতানিয়াহুর বিরুদ্ধে জনরোষ বেড়েছে। হামাসের হাতে থাকা পণবন্দিদের মুক্তির দাবিতে তেল আবিবে নিয়মিত বিক্ষোভ হচ্ছে।বিক্ষোভে যুদ্ধবিরতির দাবি তীব্র হয়েছে, যেখানে বন্দিদের পরিবারও অংশ নিচ্ছে।
এই ছবি এমন সময় প্রকাশ করা হল যখন গাজা সিটিতে তীব্র লড়াই চলছে।
ইজরায়েলি সেনা জানিয়েছে তারা মাটির নীচে সুড়ঙ্গ ধ্বংস করেছে এবং বুবি-ট্র্যাপ করা বাড়ি উড়িয়ে দিয়েছে। গাজায় সরকারি তরফে জানানো হয়েছে সর্বশেষ হামলায় অন্তত ৬০ প্যালেস্তেনীয়র মৃত্যু হয়েছে। হামাস তাদের প্রকাশিত ছবির সঙ্গে বার্তা দিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সেনাপ্রধান এয়াল জামিরকে দোষারোপ করে লিখেছে, “নেতানিয়াহুর একগুঁয়েমি ও জামিরের জেদের কারণে গাজা সিটি অভিযানের শুরুতেই এল এই শেষ বিদায়ের ছবি।
Leave a comment
Leave a comment