আগামী সপ্তাহে বিভিন্ন উৎসব ও সরকারি সিদ্ধান্তের কারণে টানা চার দিন ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে। তবে গ্রাহকরা অনলাইন ও মোবাইল ব্যাংকিং স্বাভাবিকভাবেই ব্যবহার করতে পারবেন, এবং নগদ টাকার জন্য এটিএম থেকেও উত্তোলন করা যাবে।
ব্যাংক বন্ধের সূচি
২২ সেপ্টেম্বর (সোমবার): জয়পুরে নবরাত্র স্থাপনা উপলক্ষে সব ব্যাংক বন্ধ থাকবে।
২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার): জম্মু ও শ্রীনগরে মহারাজা হরি সিংহ জি-এর জন্মবার্ষিকী উপলক্ষে সব সরকারি ও বেসরকারি ব্যাংক বন্ধ।
২৯ সেপ্টেম্বর (সোমবার): আগরতলা, কলকাতা ও গৌহাটিতে মহা সপ্তমী উপলক্ষে ব্যাংক বন্ধ।
৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার): আগরতলা, ভুবনেশ্বর, গৌহাটি, ইম্ফল, জয়পুর, কলকাতা, পাটনা ও রাঁচিতে মহা অষ্টমী/দুর্গা অষ্টমী উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
সাপ্তাহিক ছুটি:
রবিবার: ৭, ১৪, ২১ ও ২৮ সেপ্টেম্বর সারা দেশে ব্যাংক বন্ধ।
শনিবার: ১৩ ও ২৭ সেপ্টেম্বর সারা দেশে ব্যাংক বন্ধ।
তবে অনলাইন ও মোবাইল ব্যাংকিং কার্যকর থাকবে (বিশেষ কোনো প্রযুক্তিগত সমস্যার কারণে আগাম জানানো হলে তা ব্যতিক্রম)। এটিএম ও ইউপিআই পরিষেবার মাধ্যমে নগদ টাকা তোলা ও লেনদেন চালু থাকবে।
রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া ও সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলো জাতীয় ও স্থানীয় উৎসব, সরকারি প্রয়োজন ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বিবেচনা করে ব্যাংকের ছুটির তালিকা প্রস্তুত করে। এই তথ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ওয়েবসাইট ও সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।