বাঙালির শ্রেষ্ঠ উৎসব হল দুর্গাপুজো। আর দুর্গাপুজো মানেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কল্লোলিনী তিলোত্তমা। আনন্দের শহরে দুর্গোৎসব শুধু যে শ্রদ্ধা এবং উৎসাহের সঙ্গে পালিত হয়, তাই নয়। একইসঙ্গে দেখা যায় থিমের রমরমা। যা আলোকসজ্জা এবং মণ্ডপসজ্জার মাধ্যমে তুলে ধরে দেশ-বিদেশের বিভিন্ন সংস্কৃতিকে।
আর এই বিশেষ নিবন্ধে তুলে ধরব কলকাতার এমনই পাঁচটি থিম পুজোকে। এ বছর কলকাতার দুর্গাপুজো দেখতে চাইলে যে পাঁচ পুজো আপনাকে দেখতেই হবে। নয়ত অসম্পূর্ণ থেকে যাবে কলকাতার পুজো দেখা।
(১) সন্তোষ মিত্র স্কোয়ার:
পহেলগামে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারত সরকারের জবাব ছিল, অপারেশন সিন্দুর। যা গর্বিত করেছে সকল দেশবাসীকে। আর এ বছর সেই অপারেশন সিন্দুরই থিম সন্তোষ মিত্র স্কোয়ারের। বলাই বাহুল্য, ভারতীয় সেনার প্রতি সম্মান জানাতেই থিম হিসেবে এই বহুল চর্চিত ঘটনাটিকে থিম হিসেবে বেছে নিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটি। যদিও কলকাতার অন্যতম পুরনো এই পুজো বরাবরই বিভিন্ন থিমের মাধ্যমে মন্ত্রমুগ্ধ করে দর্শনার্থীদের। শহরের বড় পুজোগুলির মধ্যেও প্রথম সারিতে আছে এটি।
ঠিকানা: নটবর দত্ত রো, লেবুতলা, বউবাজার, কলকাতা, ৭০০০০১
(২) জগৎ মুখার্জি পার্ক :
জগৎ মুখার্জি পার্ক তাদের জাঁকজমকপূর্ণ এবং উদ্ভাবনী দুর্গাপুজো মণ্ডপের জন্য বরাবর পরিচিত। এই পুজো সর্বদাই দর্শনার্থীদের জন্য একটি আকর্ষণীয় স্থান। তবে এই বছর তারা বিষয়টিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে। কারণ, এ বছর তাদের থিম হল, AI অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা আশীর্বাদ না অভিশাপ! যত দিন যাচ্ছে, মানুষ ততই বেশি করে AI-নির্ভর হয়ে পড়ছে। জগৎ মুখার্জি পার্কের পুজোয় কার্যত ফুটিয়ে তোলা হয়েছে সেই বিষয়টিই।
ঠিকানা: ১ নং যতীন্দ্র মোহন অ্যাভিনিউ, শোভাবাজার, কলকাতা, ৭০০০০৫
(৩) একডালিয়া এভারগ্রিন ক্লাব:
জনপ্রিয়তার শীর্ষে থাকা অন্যতম পুজো হল, দক্ষিণ কলকাতার একডালিয়া এভারগ্রিন ক্লাবের দুর্গাপুজো। প্রতি বছরই মনোমুগ্ধকর মণ্ডপসজ্জার কারণে মানুষ ভিড় জমান ক্লাবটিতে। এই বছর তাদের থিম তামিলনাড়ুর অরুণাচলেশ্বর মন্দির। পুজো মণ্ডপটি অরুণাচলেশ্বর মন্দিরের স্থাপত্যকে তুলে ধরছে। সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলে পরিচিত একডালিয়া কোনওদিনই থিম নিয়ে মাতামাতি করে না। তাদের বৈশিষ্ট্য বিভিন্ন মন্দিরের আদলে মণ্ডপ এবং মনোমুগ্ধকর দুর্গা প্রতিমা।
ঠিকানা: ১৫ নং একডালিয়া রোড, একডালিয়া, বালিগঞ্জ, কলকাতা, ৭০০০১৯
(৪) শ্রীভূমি স্পোর্টিং ক্লাব:
দীর্ঘদিন ধরেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো সৃজনশীলতার এক অনন্য সাক্ষ্য বহন করছে। এ বছর শ্রীভূমির থিম স্বামীনারায়ণ অক্ষরধাম। যা মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম হিন্দু মন্দির। দর্শনার্থীরা এই পুজো মণ্ডপে স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আবার সেই সঙ্গে ভিতরে দেবী দুর্গাকে দর্শন করে লাভ করতে পারবেন মায়ের আশীর্বাদও।
ঠিকানা: ক্যানাল স্ট্রিট, লেক টাউন থানা এবং শ্রীভূমি বাস স্ট্যান্ডের নিকটে
(৫) টালা প্রত্যয়:
কলকাতার আরও একটি বড় পুজো হল উত্তর কলকাতার টালা প্রত্যয়। এ বছর তাদের অত্যাশ্চর্য থিম হল, ‘বীজগণিত’। যা এক কথায় অভূতপূর্ব। দর্শনার্থীদের এখানে বীজগণিতের উদ্দীপক ধারণা দ্বারা স্বাগত জানানো হবে। দেখানো হবে, বীজগণিতের এই আকর্ষণীয় ধারণাটি কীভাবে বাস্তবায়িত হয়। ফলে স্বাভাবিকভাবেই এবারের পুজোয় আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দুতে থাকবে টালা প্রত্যয়।
ঠিকানা: টালা, ৮/১ রাজকুমার চ্যাটার্জি রোড, কলকাতা, ৭০০০৩৭।
Durga Puja 2025, Kolkata Durga Puja, Operation Sindoor, Theme Puja Pandal