অনেকের অভিযোগ, দীর্ঘদিনের ভারত-মার্কিন সম্পর্ককে এক ট্যারিফের ধাক্কায় ঘেঁটে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরিস্থিতি বেগতিক বুঝেই সম্ভবত ফিরতে চলেছে দু-দেশের ভাল সম্পর্ক। সোমবার নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর সাক্ষতকার ও বৈঠকে এমনই ইঙ্গিত মিলেছে।
এই বৈঠকে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। সোশ্যাল মিডিয়া এক্স-এ রুবিও লিখেছেন, “রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করলাম। আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের মূল ক্ষেত্রগুলি যেমন বাণিজ্য, জ্বালানি, ফার্মাসিউটিক্যালস, গুরুত্বপূর্ণ খনিজ এবং আরও বিষয় নিয়ে আলোচনা করেছি যা ভারত ও যুক্তরাষ্ট্র উভয়ের সমৃদ্ধি বাড়াতে সহায়ক হবে।”
এস জয়শঙ্কর নিজেও বৈঠককে গঠনমূলক বর্ণনা করে এক্স-এ লিখেছেন, “আজ সকালে নিউইয়র্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ভাল বৈঠক হল। আমাদের আলোচনা দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক নানা সমসাময়িক বিষয় নিয়েই ছিল। অগ্রাধিকারমূলক ক্ষেত্রে এগিয়ে চলা নিশ্চিত করতে আমরা একমত হয়েছি, আমরা যোগাযোগ রাখব।”
যৌথ বিবৃতিতে বলা হয়, “মার্কিন বিদেশসচিব রুবিও এবং ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর একমত হয়েছেন যে যুক্তরাষ্ট্র ও ভারত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মুক্ত ও উন্মুক্ত পরিবেশ বজায় রাখতে একসঙ্গে কাজ চালিয়ে যাবে, যাতে কোয়াডের মাধ্যমে সহযোগিতাও রয়েছে।”