নিজের স্বপ্নের ছবি ‘তনভি দ্য গ্রেট’ বক্স অফিসে ব্যর্থ হওয়ায় খুব ভেঙে পড়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অনুপম খের। তাঁর ছবিটি মুক্তি পেয়েছিল ইয়াশরাজ ফিল্মসের সাইয়ারা’র সঙ্গে একই দিনে। সেই কারণে তাঁর ছবিটি পুরোপুরি চাপা পড়ে গিয়েছিল।
ইন্ডিয়ান এক্সপ্রেস–কে দেওয়া সাক্ষাৎকারে আনুপম খের বলেন,
“এই ছবির জন্য আমি চার বছর কাজ করেছি। এক বছর শুধু লেখালিখি করেছি, এক বছর শুধু সঙ্গীত তৈরি করেছি। আমি নিজেই ছবিটি লিখেছিলাম, পরিচালনা করেছিলাম। কিন্তু আমরা যখন ছবিটি মুক্তি দিলাম, সেদিনই সাইয়ারা বেরোল। আর আমার ছবি একেবারেই চলল না। এতে আমি ভীষণ হতাশ হয়ে পড়েছিলাম। শুধু নিজের জন্য নয়, নতুন অভিনেতার জন্যও, যাকে আমি আমার অভিনয় স্কুল থেকে নিয়েছিলাম। প্রায় ২০০ জন মানুষ এই ছবির সঙ্গে যুক্ত ছিলেন।”
তিনি আরও জানান, মুক্তির এক মাস আগে ছবিটি বড় আর্থিক সমস্যায় পড়ে, কারণ ফাইন্যান্সার হঠাৎ গায়েব হয়ে যান। তখন তিনি তাঁর ডাক্তার, আইনজীবী বন্ধুদের ডাকেন এবং তাঁরা টাকা দেন। এরপর ছবির ওয়ার্ল্ডপ্রিমিয়ার হয় কান ফিল্ম ফেস্টিভ্যালে। নিউ ইয়র্কে ছবিটি দেখেন হলিউড কিংবদন্তি রবার্ট ডি নিরোও প্রায় ইন্টারভাল পর্যন্ত। এমনকী ভারতের রাষ্ট্রপতিকেও ছবিটি দেখানো হয়েছিল।
তবুও হল-প্রদর্শনে ছবিটি চলেনি। কারণ দর্শকদের তখন বেশি টানছিল তরুণ-তরুণীর প্রেমের গল্প। অনুপম বলেন,
“সবকিছু ভালো চলছিল, কিন্তু মানুষ তখন প্রেমের গল্পই দেখতে চাইছিল। অনেকদিন পর একটি তরুণ-তরুণীর ভালোবাসার গল্প এসেছিল। আর এখানে সিস্টেমটা এমন যে, আপনি ৪০০ থিয়েটারে ছবি মুক্তি দিলেও, যদি অন্য ছবি খুব ভালো চলে, তারা আপনার ছবি নামিয়ে দেবে। তাই ছবিটি ব্যর্থ হল, যা আমার কাছে ভীষণ কষ্টের।”
যখন তাঁকে জিজ্ঞেস করা হল কোন ছবির সাফল্যে তিনি সবচেয়ে অবাক হয়েছিলেন, তিনি সোজাসাপ্টা উত্তর দেন, সাইয়ারা। অনুপম বলেন, “আমার মনে হয় আদিত্য চোপড়াও অবাক হয়েছিলেন। কিন্তু ভালোই হয়েছে, ঈশ্বরের কৃপা যে আদিত্য চোপড়া আর ইয়াশ চোপড়া আমার পরিবার-সম। আমি তাঁদের সঙ্গেই বড় হয়েছি। যদি অন্য কারও ছবি হতো, হয়তো আরও বেশি কষ্ট পেতাম।”
মোহিত সুরির পরিচালনায় সাইয়ারা ছবিতে অভিনয় করেছেন নতুন মুখ অনীত পাড্ডা ও আহান পাণ্ডে। ছবিটি বিশ্বজুড়ে আয় করেছে প্রায় ৫৬৯.৭৫ কোটি টাকা।
অন্যদিকে, অনুপম খেরের ‘তনভি দ্য গ্রেট’ প্রায় ২.৫৪ কোটি টাকা আয় করেই বক্স অফিসে ব্যর্থ হয়। ছবিতে অভিনয় করেছেন শুভাঙ্গী দত্ত, অনুপম খের, বোমান ইরানি, জ্যাকি শ্রফ ও করণ ট্যাকর। তবে এবার ছবিটি আবার ফিরছে প্রেক্ষাগৃহে, মুক্তির দিন ২৬ সেপ্টেম্বর।