ফ্ল্যাটের গেট স্পর্শ করতেই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা। ফের মর্মান্তিক ছবি। মৃত্যুর সংখ্যা বাড়ল। মৃতের সংখ্যা হল ১২।
মঙ্গলবার সন্ধ্যা প্রায় ৬টার সময় গড়িয়ার মহামায়াপুর স্কুল রোডের বাসিন্দা ইন্দ্রজিৎ বর্মন (৩৪) মাছ ধরতে যান শক্তিবাদ মাঠ সংলগ্ন খালে। মাছ ধরার পর তিনি শক্তিবাদ অ্যাপার্টমেন্টে এক বন্ধুর সঙ্গে দেখা করতে আসেন। সকাল থেকেই ওই এলাকায় বিদ্যুৎ ছিল না। কিন্তু তাঁর আসার কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ চলে আসে। বন্ধুর ফ্ল্যাটের গেট স্পর্শ করতেই বিদ্যুৎস্পৃষ্ট হন ইন্দ্রজিৎ। ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছায় এবং তাঁকে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Leave a comment
Leave a comment