প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের প্রায় ৩০,০০০ কোটি টাকার সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ চরমে পৌঁছল। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে শুনানির সময় বিচারপতি জ্যোতি সিং প্রশ্ন তুললেন, কেন সঞ্জয়ের স্ত্রী প্রিয়া সচদেব কাপুর তাঁর স্বামীর ব্যক্তিগত সম্পত্তির তথ্য প্রকাশে গোপনীয়তার জন্য নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট সই করাতে চাইছেন।
বিচারপতি বলেন, “কতটা তথ্য সিলড কভারে রাখা যায়? আদালতের প্রক্রিয়ারও তো সীমা আছে। এমন আদেশ দেওয়ার রায় কোথায় আছে দেখান।”
প্রিয়া আদালতে বলেন, তিনি করিশমা কাপুরের সন্তানদের কাছে সম্পত্তির বিবরণ দিতে পিছপা নন, তবে তাদের নন-ডিসক্লোজার এগ্রিমেন্টে সই করতে হবে। তাঁর দাবি, এসব তথ্য অত্যন্ত সংবেদনশীল, ফাঁস হলে অপূরণীয় ক্ষতি হতে পারে। “সবকিছু মিডিয়ায় ফাঁস হয়ে যাচ্ছে। শুনানির পর আদালতের গেটের বাইরে প্রেস কনফারেন্স হচ্ছে, এটা অত্যন্ত বিব্রতকর,” তিনি অভিযোগ করেন। এছাড়াও সাইবার নিরাপত্তার হুমকির কথাও তুলে ধরেন।
অন্যদিকে করিশমার সন্তানদের আইনজীবী দাবি করেন, সঞ্জয়ের উইলে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা বলা হয়েছে, তার সমস্ত টাকা উধাও হয়ে গেছে। তারা বলেন, নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট সই করলে উইল নিয়ে প্রশ্ন তোলা কঠিন হয়ে পড়বে।
বিচারপতি সিং বলেন, “সবকিছু যদি সিলড কভারে থাকে, তাহলে মামলার জবাব দেবে কীভাবে? কালকে আপনারা লিখিত বিবৃতি দেবেন, তার সঙ্গে উইল জুড়বেন। তাহলে অন্যরা কীভাবে উত্তর দেবে?” আদালত প্রিয়াকে উইল জমা দিতে বলেন। প্রিয়া সময় চাইলে শুনানি শুক্রবার পর্যন্ত স্থগিত রাখা হয়।
উল্লেখ্য, ১২ জুন ইংল্যান্ডে পোলো ম্যাচ চলাকালীন হঠাৎ মারা যান সঞ্জয় কাপুর। তারপরেই সম্পত্তি নিয়ে আদালতে মামলা করেছেন করিশমা কাপুরের দুই সন্তান কন্যা সামাইরা ও পুত্র কিয়ান। তাঁরা দাবি করেছেন, সঞ্জয়ের ২১ মার্চের উইলে তাঁর সব ব্যক্তিগত সম্পত্তি দ্বিতীয় স্ত্রী প্রিয়াকে দেওয়া হয়েছে, কিন্তু জীবদ্দশায় সঞ্জয় বা প্রিয়া কখনও এ নিয়ে কিছু বলেননি। তাই তাঁরা বাবার সম্পত্তিতে এক-পঞ্চমাংশ করে দাবি তুলেছেন। সামাইরা তাঁর মা করিশমার মাধ্যমে জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে মামলা করেন, আর কিয়ান নাবালক হওয়ায় করিশমাই তাঁর অভিভাবক হিসেবে প্রতিনিধিত্ব করছেন।
প্রিয়ার পাল্টা দাবি, “আমি তাঁর বৈধ স্ত্রী। এই মামলা ঠিক নয়। যখন আপনারা সুপ্রিম কোর্ট পর্যন্ত দীর্ঘ ডিভোর্স মামলা লড়েছেন, তখন ভালবাসা আর টানাপোড়েনের দাবি কোথায় ছিল? আপনার স্বামী আপনাকে অনেক আগেই ছেড়ে গিয়েছিলেন।”
এদিকে সঞ্জয়ের মা রানিও আদালতে আবেদন করেছেন উইলের বিস্তারিত তথ্য জানার জন্য। আগেও তিনি দাবি করেছিলেন, তিনি ১০,০০০ কোটিরও বেশি সম্পত্তি হারিয়েছেন এবং “এখন মাথার উপর ছাদটুকুও নেই।” সব মিলিয়ে সঞ্জয়ের মৃত্যুর পর তাঁর বিশাল সম্পত্তি নিয়ে করিশমার সন্তান, স্ত্রী প্রিয়া ও মা রানির মধ্যে তীব্র আইনি দ্বন্দ্ব রোজই সংবাদের শিরোনামে।
