দক্ষিণ ২৪ পরগনার সরশুনার থানার অন্তর্গত ১২৬ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরামপল্লীতে শনিবার সকালবেলায় জমা জলে দাঁড়িয়ে নিজের দোকানের শাটার খুলতে গিয়েছিলেন একজন মহিলা। তখনই সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। মৃতের নাম সুমন্তী দেবী( ৬২)। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জমা জলে দাঁড়িয়ে যখন দোকানের শাটার খুলতে যান তখন তাঁর দোকানের দরজায় হাত লাগতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পায়ের তলায় জল থাকায় বিপদ আরও বাড়ে। ওই বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে তাঁকে বাঁচানোর জন্য দুজন হাত দিলে তাঁরাও জখম হন। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তাঁরা।এলাকায় জমা জলে হাঁটতে ভয় পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।বাচ্চারাও বেরোতে ভয় পাচ্ছে।
স্থানীয় মানুষজনের বক্তব্য, এলাকায় নিকাশির বিশেষ কোনও ব্যবস্থা নেই। দিনের পর দিন রাস্তায় জল জমে রয়েছে। কবে এই জল নামবে তার ঠিক নেই। স্থানীয় কাউন্সিলরকে বলেও কোন সুরাহা হচ্ছে না।