নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরের সামনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বড় বিক্ষোভে শামিল হলেন বাংলাদেশের প্রবাসী মানুষজন। সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে ইউনূস বর্তমানে নিউইয়র্কেই রয়েছেন। বিক্ষোভকারীরা ‘ইউনূস পাকিস্তানি, পাকিস্তানে ফিরে যাও’ ইত্যাদি স্লোগান তোলেন। অধিকাংশ বিক্ষোভকারী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের সমর্থক বলে জানা গিয়েছে।
দুর্গাপুজোর মুখেই বাংলাদেশের পিরোজপুরে ফের আক্রান্ত হয়েছেন এক সংখ্যালঘু প্রধান শিক্ষক। দেশে যখন এমন পরিস্থিতি ঠিক তখনই নিউইয়র্কে বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ইউনূস ক্ষমতায় আসার পর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী বিক্ষোভকারীদের অভিযোগ ইউনূস বাংলাদেশকে ‘তালিবান রাষ্ট্র, সন্ত্রাসী রাষ্ট্রে’ পরিণত করছেন। তাঁরা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি করে ইউনূসের পদত্যাগের দাবি তোলেন। ইউনূসকে ক্ষমতা থেকে সরার পাশাপাশি তাঁরা নির্বাচনেরও দাবি জানান।
শুক্রবার, ইউনূস রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের চতুর্থ দিনে ভাষণ দেন। তিনি জানান গত বছর এই মঞ্চ থেকে এক গণঅভ্যুত্থানের সাক্ষী থাকার পাশাপাশি রূপান্তরের আকাঙ্ক্ষার কথা জানিয়েছিলেন।এবার কতদূর এগোনো গেছে সে কথা জানানোর বিষয়টি তুলে ধরেন তিনি।