ভারতের করা ‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাকিস্তানের সমর্থনে চলা সন্ত্রাসী কর্মকাণ্ডের বড়সড় ক্ষতি হলেও তা প্রকাশ্যে মানতে নারাজ ইসলামাবাদ। এবারও রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে শেহবাজ শরিফ দাবি করেন, ভারত ‘উসকানিহীন আগ্রাসন’ চালিয়েছিল, যার জবাব পাকিস্তানের সেনাবাহিনী অসাধারণ দক্ষতা ও সাহসের সঙ্গে দিয়েছে। শেহবাজ শরিফ ‘আমরা যুদ্ধ জিতেছি, এবার শান্তি চাই’ মন্তব্যও করেন।
এদিকে পাক প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে ‘হাস্যকর নাটক’ বলে কড়া আক্রমণ করেছে দিল্লি।রাষ্ট্রসঙ্ঘে ভারতের কূটনীতিক ও স্থায়ী প্রতিনিধিদলের ফার্স্ট সেক্রেটারি পেটাল গেহলট পাকিস্তানকে সন্ত্রাসবাদ রফতানি বা ছড়িয়ে দেওয়ার জন্য দায়ী করে বলেন, “সন্ত্রাসবাদই তাদের বিদেশনীতির মূল কেন্দ্রবিন্দু।”
রাষ্ট্রসঙ্ঘে ভারতের প্রতিনিধি পরামর্শদাতা পেটাল গেহলট পাক মদতপুষ্ট সন্ত্রাসী সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-এর কথা উল্লেখ করে বলেন, এই সংগঠনই গত ২২ এপ্রিলের পাহেলগামে পর্যটক হত্যাকাণ্ডের জন্য দায়ী। তিনি আরও জানান যে এই দেশই সন্ত্রাসবিরোধী যুদ্ধে অংশীদার সেজে এক দশক ধরে আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল।
শেহবাজ শরিফের ‘আমরা যুদ্ধ জিতেছি’ মন্তব্যের জবাবে গেহলট বলেন যে পাকিস্তানের রানওয়ে ও হ্যাঙ্গার ধ্বংস হওয়ার ছবি আমাদের কাছে প্রমাণ হিসেবে রয়েছে। যদি পোড়া হ্যাঙ্গার আর ধ্বংস হওয়া রানওয়ে-ই বিজয়ের চিহ্ন হয়, তবে পাকিস্তান তা উপভোগ করুক বলেই কটাক্ষ করেন তিনি।