এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ -এর ম্যাচ খেলতে ইরানে যাচ্ছে না মোহনবাগান। শনিবার এমনটাই জানিয়ে দেওয়া হবে ক্লাব কর্তৃপক্ষের তরফে। আগের বছরও নিরাপত্তাজনিত কারণে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ খেলতে ইরানে যেতে রাজি হয়নি সবুজ-মেরুন শিবির। এর জেরে বাদ পড়তে হয় প্রতিযোগিতা থেকে। এ বারেও একই কারণে রাজনৈতিকভাবে অশান্ত দেশটিতে যেতে আপত্তি জানিয়েছেন ফুটবলাররা।
শনিবার মধ্যরাতেই ইরানে উড়ে যাওয়ার কথা ছিল মেরিনার্সের। আগামী ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার তাদের মুখোমুখি হওয়ার কথা ছিল ইরানের ইসফাহানে সেপহান এফসির বিরুদ্ধে। কিন্তু দিনের শুরু থেকেই গোটা বিষয়টি ছিল ধোঁয়াশার মধ্যে। মোহনবাগান এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ খেলতে আদৌ ইরানে যাচ্ছে কি না তা জানা যায়নি। এর পর বিকেলে যুবভারতীতে প্র্যাকটিসেও এসেছিলেন দিমি-কামিন্সরা।
এ সময়টা মনে হয়েছিল, শনিবার না হলেও সোমবারের মধ্যে হয়ত ইরানের পথে পাড়ি দিতে পারে মোহনবাগান সুপার জায়ান্টস। কিন্তু দিন শেষ হওয়ার আগেই চলে এল পাকা খবর। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ -এর ম্যাচ খেলতে ইরানে যাচ্ছে না গোষ্ঠ পাল সরণির ক্লাবটি। জানা গিয়েছে, ইরানে দল পাঠাতে আপত্তি ছিল না ক্লাব কর্তৃপক্ষের। কিন্তু নিরাপত্তার অজুহাতে বেঁকে বসেছেন খোদ ফুটবলাররাই।
এর আগে শোনা গিয়েছিল, জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেনসহ মোহনবাগানের ৬ বিদেশি ফুটবলারই ইরানে যেতে আপত্তি তুলেছিলেন। পাশাপাশি মত জানতে চাওয়া হয় ভারতীয়দের কাছেও। কিন্তু তাঁরাও খুব একটা ইচ্ছা প্রকাশ করেননি। তাই শেষমেশ বাতিলই হয়ে গেল ইরান সফর। এ দিকে এর জেরে বাগান শিবিরের ঘাড়ে নেমে আসতে পারে বড়সড় শাস্তির খাঁড়া। পর পর দুই বছর ইরানে যেতে আপত্তি জানাল ক্লাবটি। এর ফলে এএফসির তরফে কোনও কড়া পদক্ষেপ করা হয় কি না সেটাই দেখার।