তামিলনাড়ু সরকার রবিবার কারুরে অভিনেতা-রাজনীতিক বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাঝাঘাম (টিভিকে)-র জনসভায় ঘটে যাওয়া পদপিষ্টের ঘটনায় তদন্ত কমিশন গঠন করেছে। এই কমিশনের নেতৃত্ব দেবেন মাদ্রাজ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীশন। শনিবার রাতের দুর্ঘটনায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে নয়জন শিশু। আহত হয়েছেন একশোরও বেশি মানুষ।
অরুণা জগদীশন ২০০৯ থেকে ২০১৫ সালের মার্চ পর্যন্ত মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিচারপতি হিসেবে দায়িত্বকালে ও অবসরের পরেও তিনি একাধিক গুরুত্বপূর্ণ ও আলোচিত মামলার সঙ্গে যুক্ত ছিলেন।
তিনি ২০১৮ সালে তুতুকুডির স্টারলাইট-বিরোধী আন্দোলনের ঘটনার তদন্ত কমিশনের প্রধান ছিলেন। সে সময় স্টারলাইট কপার প্ল্যান্ট-এর বিরুদ্ধে চলা আন্দোলনে পুলিশের গুলিতে ১৩ জন নিহত ও শতাধিক আহত হন। কমিশনের রিপোর্টে ১৭ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল।
এছাড়া, ২০১৫ সালে ভেলাচেরিতে তথাকথিত ভুয়ো এনকাউন্টার মামলায় তিনি যে বেঞ্চে ছিলেন, সেটি চেন্নাই পুলিশের পক্ষে রায় দেয় এবং সিবিআই তদন্তের আবেদন খারিজ করে।
অরুণা জগদীশন জে জয়ললিতা ও তার সহযোগীদের সম্পত্তি-সংক্রান্ত মামলাতেও বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ২০০২ সালে দলিত নারী কারুপ্পির হেফাজতে মৃত্যুর মামলায় তিনি নিম্ন আদালতের সাজা বাতিল করে আটজন পুলিশকর্মীকে প্রমাণের অভাবে খালাস দেন।
তাঁর বিচারপতির মেয়াদ জুড়ে যেমন গুরুত্বপূর্ণ অনুসন্ধান ছিল, তেমনি একাধিক বিতর্কিত রায়ও আইনি কর্মী ও মানবাধিকার সংগঠনগুলির সমালোচনা মুখে পড়েছিল।