
লাদাখের বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষা সংস্কারক ও পরিবেশ আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুককে গ্রেফতার নিয়ে নতুন আইনি লড়াই শুরু হলো। তাঁর স্ত্রী গীতাঞ্জলি আঙ্গমো সুপ্রিম কোর্টে সরাসরি আবেদন জানিয়েছেন। সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদের অধীনে দায়ের করা এই রিট পিটিশনটি গতকাল জমা পড়েছে। এতে তিনি স্বামীর গ্রেফতারিকে চ্যালেঞ্জ করেছেন এবং অবিলম্বে মুক্তির দাবি তুলেছেন।লাদাখে পূর্ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিকে ঘিরে চলা বিক্ষোভ ও হিংসার প্রেক্ষিতে ২৬ সেপ্টেম্বর সোনম ওয়াংচুককে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) অনুযায়ী গ্রেফতার করা হয়। এরপর তাঁকে রাজস্থানের যোধপুরের এক জেলে পাঠানো হয়েছে বলে জানা গেছে।গীতাঞ্জলি আঙ্গমো একটি হেবিয়াস কর্পাস রিট পিটিশন দায়ের করেছেন। এই আবেদন সাধারণত আটক বা গ্রেফতারের বৈধতা চ্যালেঞ্জ করার জন্য করা হয়। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “আমি সুপ্রিম কোর্টে হেবিয়াস কর্পাস রিট দায়ের করেছি। আজ এক সপ্তাহ কেটে গেলেও আমি সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের খবর, তিনি কী অবস্থায় আছেন বা কোন আইনে তাঁকে আটক করা হয়েছে— এ সম্পর্কে কোনো তথ্য পাইনি।”দশেরা ছুটির কারণে বর্তমানে সুপ্রিম কোর্ট বন্ধ রয়েছে। আগামী ৬ অক্টোবর আদালত পুনরায় চালু হলে বিষয়টি জরুরি ভিত্তিতে শুনানির জন্য তোলা হতে পারে বলে আশা করা হচ্ছে। আইনজ্ঞদের মতে, এনএসএ-তে আটক সংক্রান্ত মামলাগুলি সাধারণত অত্যন্ত সংবেদনশীল এবং দ্রুত শুনানি দাবি করে।সোনম ওয়াংচুক শুধু সমাজকর্মী নন, একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত উদ্ভাবকও। তিনি ২০১৮ সালে র্যামন ম্যাগসেসে পুরস্কারে সম্মানিত হন। শিক্ষা সংস্কার ও পরিবেশ রক্ষার জন্য তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। লাদাখের বরফ-স্তূপ বা আইস স্তপা প্রকল্প তাঁরই উদ্ভাবন, যা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তিনি লাদাখের মানুষকে সাংবিধানিক সুরক্ষা ও পূর্ণরাজ্যের মর্যাদা প্রদানের দাবিতে আন্দোলনের অগ্রভাগে থেকেছেন।ওয়াংচুকের গ্রেফতার নিয়ে লাদাখ ও অন্যান্য অঞ্চলে ক্ষোভ বাড়ছে। সামাজিক সংগঠন ও মানবাধিকার কর্মীরা বলছেন, একজন জনপ্রিয় সমাজকর্মীকে এনএসএ-র আওতায় আটক করা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সহিংসতার আশঙ্কা এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।এখন নজর থাকবে ৬ অক্টোবর সুপ্রিম কোর্টে, যেখানে দেশের সর্বোচ্চ আদালত গীতাঞ্জলি আঙ্গমোর এই আবেদন গ্রহণ করে কী রায় দেয়, তা নিয়েই তৈরি হয়েছে জোর চর্চা।