
উত্তর ২৪ পরগনার কাউগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর পলতা পাড়া এলাকায় একটি ক্লাব নিয়ে বিবাদকে কেন্দ্র করে তুমুল ঝামেলা। মোসারফ হোসেন নামে এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় আনোয়ার, আরমান ও তার দলবলের বিরুদ্ধে।
মোসারফ হোসেনকে বাঁচাতে এগিয়ে আসেন তাঁর ৯ মাসের অন্তঃসত্ত্বা মেয়ে। তখন তাঁকে মারধর করা হয় এবং পেটে লাথি মারা হয় বলে অভিযোগ। এই বিষয়ে বাসুদদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।কিন্তু থানা থেকে কেস তুলে নেওয়ার জন্য লাগাতার হুমকি দেওয়া হয়েছে অভিযুক্তদের তরফ থেকে, অভিযোগ এমনটাই।

এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত আক্রান্তরা।এনিয়ে কাউগাছি ২ পঞ্চায়েতের উপপ্রধান ইমতিয়াজ আলি বলেন, দুটো পরিবারের মধ্যে ঝামেলা। যদি কোনও অন্তঃসত্ত্বা মহিলাকে মেরে থাকে তাহলে আমরা পরিবারের পাশে আছি। যাতে সমস্যার সমাধান করা যায় সেটার চেষ্টা করা হচ্ছে। এটা তৃণমূলের কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নয় একটি দোকান ও ক্লাবের মধ্যে ঝামেলা।
