
পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানি শাসনের বিরুদ্ধে স্থানীয় মানুষের বিদ্রোহ তীব্র আকার নিয়েছে। আওয়ামি অ্যাকশন কমিটির ডাকে হাজার হাজার মানুষ আর্থিক স্বাচ্ছন্দ্য ও রাজনৈতিক সংস্কারের দাবিতে পথে নেমেছে। গত তিন দিনে পাক সেনাদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ১০০-র বেশি। এমন পরিস্থিতিতেই পাক অধিকৃত কাশ্মীর নিয়ে বক্তব্য রাখতে গিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবত তা ফেরত আনার বার্তা দিয়েছেন।
মধ্যপ্রদেশের সাটনায় এক অনুষ্ঠানে তিনি প্রতীকী রূপে পাক অধিকৃত কাশ্মীরকে ব্যাখ্যা করে বলেন, এটা ভারতের একটি ঘর, যেখানে অনধিকারচর্চাকারীরা গিয়ে বসেছে। তিনি জানান, “ওই ঘরটা আবার ফিরিয়ে আনতেই হবে।” তাঁর এই মন্তব্যে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক হাততালির ঢেউ ওঠে। মোহন ভাগবত আরও বলেন, “অনেক সিন্ধি ভাই এখানে বসে আছেন। আমি আনন্দিত যে তাঁরা পাকিস্তানে যাননি, তাঁরা অবিভক্ত ভারতে এসেছিলেন। পরিস্থিতি আমাদের এখানে নিয়ে এসেছে, কিন্তু ওই ঘর আর এই ঘরের মধ্যে কোনও পার্থক্য নেই।” বিশ্লেষকদের মতে, আলোচনা না করে পাকিস্তানি শাসকদের দমননীতিই পাক অধিকৃত কাশ্মীরবাসীর ক্ষোভ আর অস্থিরতাকে আরও জটিল করেছে।

পাক অধিকৃত কাশ্মীরবাসীর এই বিদ্রোহ ইসলামাবাদের দীর্ঘদিনের ভারতবিরোধী ভুয়ো প্রচার ফাঁস করে দিয়েছে, যা তারা ১৯৪৭ থেকে চালিয়ে আসছিল। এদিন ভাগবত নিরাপত্তা ক্ষেত্রে দেশের ক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও বলেন। তিনি আরও জানান, পহেলগামে সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় বিশ্বে কারা আমাদের সত্যিকারের বন্ধু আর কতটা আমাদের পাশে দাঁড়াতে প্রস্তুত, সেটা স্পষ্ট হয়ে গেছে। তিনি আরও বলেন, ভারতের রাজনৈতিক নেতৃত্ব ও সেনাবাহিনীর সাহস আর ঐক্য যথাযথ জবাব দিয়েছে।