
ওডিশার বেরহামপুরে সোমবার অর্থাৎ ৬ অক্টোবর ২০২৫ রাতে গুলি করে খুন বিজেপি নেতা তথা প্রবীণ আইনজীবী পিতাবাশ পাণ্ডা (৫০)। অজ্ঞাতপরিচয় দুই দুষ্কৃতী বাইকে চড়ে এসে তাঁর বাড়ির কাছে ব্রহ্মনগর এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় কাছ থেকে গুলি চালায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গুলিবিদ্ধ অবস্থায় বিজেপি নেতা ও প্রবীণ আইনজীবী পিতাবাশ পাণ্ডাকে দ্রুত বেরহামপুরের এম.কে.সি.জি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, হামলার পেছনে সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দুষ্কৃতীদের ধরতে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।
পিতাবাশ পাণ্ডা শুধুমাত্র বিজেপির নেতা নন, তিনি রাজ্য বার কাউন্সিলের সদস্য এবং একজন আরটিআই (RTI) কর্মীও ছিলেন। তিনি অতীতে কংগ্রেসের সঙ্গেও যুক্ত ছিলেন। এই ঘটনায় ওই রাজ্যের বাণিজ্য ও পরিবহণ মন্ত্রী বিভূতি ভূষণ জেনা এবং একাধিক বিজেপি নেতা খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান। এহেন ঘটনার তীব্র নিন্দা করেন মন্ত্রী।
পুলিশ জানিয়েছে, বিজেপি নেতা তথা প্রবীণ আইনজীবী পিতাবাশ পাণ্ডাকে গুলি করে হত্যা করার ঘটনায় অন্তত দুজন বাইক আরোহী জড়িত ছিল। তারা খুব কাছ থেকে গুলি চালিয়ে পালিয়ে যায়। পুরো ঘটনার তদন্ত চলছে। দুষ্কৃতীদের ধরতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ প্রশাসন। এই মর্মান্তিক হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ ও রাজনৈতিক মহলে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন।