
বিশ্বকাপের কঠিন ম্যাচে স্মৃতি মন্ধানা আবার ইতিহাস গড়ে দিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৬৬ বলে ৮০ রান করে ভারতীয় ওপেনার স্মৃতির ইনিংস ক্রিকেটপ্রেমীদের মনে চিরস্থায়ী ছাপ রেখে গেল। স্মৃতির ব্যাটিংয়ে ছিল ৯টি চার এবং ৩টি ছক্কা, যা দেখলেই বোঝা যায় তাঁর কৌশল ও ধারাবাহিকতা। ভারতের জন্য ব্যাট হাতে রানের ধারা ধরে রাখতে স্মৃতির অবদান ছিল বিশাল, পাশাপাশি প্রতিকা রাওয়ালও ৭৫ রান করেন।
এই ইনিংসের সঙ্গে মিলিয়ে স্মৃতি তিনটি বড় রেকর্ডও গড়লেন। প্রথমত, মহিলাদের এক দিনের ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে এক ক্যালেন্ডার বছরে ১,০০০ রান করার কৃতিত্ব অর্জন করলেন। এর আগে অস্ট্রেলিয়ার বেলিন্দা ক্লার্ক ১৯৯৭ সালে সর্বোচ্চ ৯৭০ রান করেছিলেন। দ্বিতীয়ত, মাত্র ১১২ ইনিংসে ৫,০০০ রান করে মহিলাদের ওয়ানডেতে দ্রুততম ব্যাটার হিসেবে নাম লেখালেন। এবং তৃতীয়ত, কনিষ্ঠতম বয়সে ৫,০০০ রান করার রেকর্ডও তাঁর দখলে।
বিশ্বকাপের আগে স্মৃতির পারফরম্যান্স কিছুটা মন খারাপ করেছিল। প্রথম তিনটি ম্যাচে তিনি যথাক্রমে ৮, ২৩ এবং ২৩ রান করেছিলেন। তবে রবিবারের ইনিংসে সব সমালোচনা মিটে গেল। ভারত ৫০ ওভারে ৩৩০ রানের জোরালো স্কোর করেছে, যেখানে স্মৃতি ও প্রতিকার সঙ্গে সঙ্গে দলের জন্য প্রয়োজনীয় রানের ধারা বজায় রাখেন।
স্মৃতির এই ইনিংস শুধু ভারতীয় ক্রিকেটের জন্য নয়, সমগ্র মহিলাদের ক্রিকেটের জন্য অনুপ্রেরণার প্রতীক। আগামি ম্যাচগুলিতেও তাঁর ধারাবাহিক ফর্ম ভারতকে বড় জয় এনে দিতে পারে।