
অস্ট্রেলিয়া সফরের আগে নেতৃত্ব বদলের পর নতুন অধ্যায় শুরু করল ভারতীয় ক্রিকেট দল। বুধবার শুভমন গিলের নেতৃত্বে টিম ইন্ডিয়া উড়ে গেল অস্ট্রেলিয়ার উদ্দেশে। সফরের সূচনাতেই মুম্বই হোটেলের লবিতে শুভমনের সঙ্গে দেখা হয় প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার। দু’জনের মধ্যে সৌহার্দ্যের ছবিই ধরা পড়েছে বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিয়োয়। রোহিতের আগে টিম বাসে ওঠেন বিরাট কোহলি, পরে শুভমন সৌজন্য বিনিময় করেন সিনিয়রদের সঙ্গে। নেতৃত্ব পরিবর্তনের পরও দলের আবহ ছিল প্রাণবন্ত ও ইতিবাচক।
তবে ভারতীয় শিবিরে কিছুটা দুঃসংবাদও এসেছে। অলরাউন্ডার শিবম দুবে রঞ্জি ট্রফির ম্যাচের আগে চোট পেয়েছেন। মুম্বই দলের হয়ে শ্রীনগরে খেলতে গিয়ে ঠান্ডায় পিঠের পেশি শক্ত হয়ে যায় তাঁর। চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন শিবম, মঙ্গলবারই মুম্বই ফিরে এসেছেন। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের ধারণা, অস্ট্রেলিয়া সফরের আগে তিনি সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন। কারণ টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা অস্ট্রেলিয়া যাবেন ২৩ অক্টোবর, আর সিরিজ শুরু ২৯ অক্টোবর থেকে।
অন্যদিকে, অস্ট্রেলিয়া দলে সামান্য পরিবর্তন এসেছে। চোটের জন্য খেলবেন না জশ ইংলিস, পারিবারিক কারণে বাইরে অ্যাডাম জাম্পা। তাঁদের বদলে সুযোগ পেয়েছেন জশ ফিলিপ ও বাঁহাতি স্পিনার ম্যাট কুহেম্যান।
শুভমন গিলের নেতৃত্বে এই সিরিজেই প্রথমবার এক দিনের ম্যাচে নতুন অধ্যায়ের সূচনা করবে ভারত। রোহিত শর্মা ও কোহলির অভিজ্ঞতা, সঙ্গে গিলের তরুণ নেতৃত্ব সব মিলিয়ে অস্ট্রেলিয়া সফরে উত্তেজনার পারদ তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
