
বিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের সিইও সত্য নাডেল্লা চলতি অর্থবর্ষে নতুন আয়ের রেকর্ড গড়েছেন। কোম্পানির সাম্প্রতিক বার্ষিক রিপোর্ট অনুযায়ী, ২০২৫ অর্থবর্ষে নাডেল্লার মোট পারিশ্রমিক দাঁড়িয়েছে ৯৬.৫ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৮৪৭ কোটি টাকা। যা গত বছরের তুলনায় প্রায় ২২ শতাংশ বেশি।
প্রতিবেদনে বলা হয়েছে, নাডেল্লার মোট আয়ের বেশিরভাগ অংশই এসেছে শেয়ার পুরস্কার এবং পারফরম্যান্স বোনাস থেকে। বেসিক বেতন ছিল তুলনামূলকভাবে কম—প্রায় ২.৫ মিলিয়ন ডলার। কোম্পানির আর্থিক ফলাফলে দেখা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ক্লাউড ব্যবসায় মাইক্রোসফটের বিপুল বৃদ্ধি এই পারিশ্রমিক বৃদ্ধির অন্যতম কারণ।
মাইক্রোসফট বোর্ডের তরফে জানানো হয়েছে, নাডেল্লার নেতৃত্বে কোম্পানি গত এক বছরে বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে। এআই-ভিত্তিক পরিষেবার সম্প্রসারণ কোম্পানির আয় বাড়িয়েছে বহুগুণে।
নাডেল্লার নেতৃত্বে মাইক্রোসফটের শেয়ার মূল্য গত এক বছরে প্রায় ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কোম্পানির বাজারমূল্য ৩ ট্রিলিয়ন ডলারেরও বেশি, যা অ্যাপলের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ।
তবে এত বিপুল পরিমাণ বেতন নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। প্রযুক্তি বিশ্লেষকদের একাংশের দাবি, এমন অস্বাভাবিক উচ্চ বেতন কর্পোরেট জগতে আয়ের বৈষম্য বাড়ায়। অন্যদিকে, নাডেল্লার সমর্থকদের মতে, মাইক্রোসফটের প্রবৃদ্ধি ও বিনিয়োগকারীদের লাভই তার প্রাপ্যতার যুক্তি।
