
হুগলির শ্রীরামপুরে সরকারি হাসপাতাল থেকে একটি সদ্যোজাত চুরি হওয়ার ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে। শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে বৃহস্পতিবার কন্যা সন্তান জন্ম দেওয়ার পর শুক্রবার সকালে ছাড়া পেয়েছিলেন নেহা কুর্মির পরিবার। কিন্তু ঠিক তখনই সুযোগ বুঝে এক অজ্ঞাত মহিলা কেবিনে ঢুকে সদ্যোজাতকে নিয়ে পালানোর চেষ্টা করে।পরিবারের তৎপরতায় এবং হাসপাতালের সিসি টিভি ফুটেজের সাহায্যে রাজ্য পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পুলিশি তৎপরতার ফলে শিশুটি উদ্ধার করা হয় মাত্র আধ ঘণ্টার মধ্যে। চন্দননগর পুলিশ কমিশনারেটের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিযুক্ত মহিলার ছবি ছড়িয়ে দেওয়া হলে তল্লাশি শুরু হয়। শ্রীরামপুর থানার সাব-ইনস্পেকটর পিন্টু নন্দী, ট্র্যাফিক হোমগার্ড ইলিয়াস শেখ এবং কনস্টেবল দীপু রায় মিলে টোটোতে থাকা সন্দেহভাজন মহিলাকে শনাক্ত করেন এবং শিশুটিকে কোলে ধরে ধরা হয়।আইসি সহ থানার আরও কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে হাসপাতালে ফেরত নিয়ে যান। বর্তমানে সদ্যোজাত সম্পূর্ণ সুস্থ রয়েছে। ঘটনাটি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার দিকে প্রশ্ন তুললেও পুলিশি তৎপরতাকে প্রশংসিত করা হয়েছে। আধ ঘণ্টার মধ্যে শিশু উদ্ধার হওয়ায় পরিবার স্বস্তিতে রয়েছে এবং পুরো জেলা চাঞ্চল্যকর এই ঘটনায় সচেতন হয়ে উঠেছে।শ্রীরামপুরে এই ঘটনা প্রমাণ করলো দ্রুত পুলিশি ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার কতটা কার্যকর হতে পারে। যদিও শিশু চুরির মতো ঘটনায় উদ্বেগ রয়েছে, তবুও পুলিশি সাফল্য মানুষকে কিছুটা নিশ্চিন্ত করেছে।
