
কলকাতার পার্কস্ট্রিটে ফের রোমহর্ষক খুনের ঘটনা। শুক্রবার বিকেলে রফি আহমেদ কিদওয়াই রোডের একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হয়েছে এক যুবকের পচাগলা মৃতদেহ। হোটেলের বক্স খাট খুলতেই বেরিয়ে আসে সেই দেহ, ছড়িয়ে পড়ে দুর্গন্ধ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, তাঁকে খুন করা হয়েছে কয়েকদিন আগেই। ২২ অক্টোবর ওই যুবক হোটেলে চেক ইন করেছিলেন, তবে তাঁর নামে বুকিং ছিল না। হোটেল সূত্রে জানা গেছে, তিনি একা আসেননি সঙ্গে আরও কয়েকজন ছিলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই তাঁর সঙ্গীরা রুম ছেড়ে চলে যান। এরপর থেকে যুবককে আর দেখা যায়নি।
শুক্রবার সকালে হোটেলের কর্মীরা রুম থেকে দুর্গন্ধ পেয়ে দরজা খোলেন। ভেতরে বক্স খাট খুলতেই দেখা যায়, পচা দেহটি ভিতরে লুকোনো ছিল। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পার্কস্ট্রিট থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে ধারণা, চেক ইন করার দিনই যুবককে খুন করা হয় এবং দেহটি খাটের ভেতরে লুকিয়ে রাখা হয়।
তদন্তকারীরা দেহের ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছেন। রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানা গেছে। একইসঙ্গে, ওই যুবকের পরিচয় ও তাঁর সঙ্গীদের খোঁজেও তল্লাশি চলছে। ঘটনার সঙ্গে কোনও অপরাধচক্র বা ব্যক্তিগত শত্রুতার যোগ আছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
কলকাতার হৃদয়স্থলে এমন রহস্যময় খুনের ঘটনায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে খবর, হোটেলের সিসিটিভি ফুটেজ ও অতিথিদের তালিকা খতিয়ে দেখা হচ্ছে, যাতে দ্রুত ধরা যায় অভিযুক্তদের।
