
অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার চিন্নাতেকুর এলাকায় শুক্রবার ভোরে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল কাবেরী ট্রাভেলসের একটি দূরপাল্লার বাস। যাত্রাপথে হঠাৎই হাইওয়েতে একটি দু’চাকার গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়, আর সেই ধাক্কা থেকেই মুহূর্তে আগুন ধরে যায় বাসে। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে যাত্রীরা কেউ কেউ বেরোনোর সুযোগই পাননি। অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
দমকলের একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে তার আগেই বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়। স্থানীয় বাসিন্দারা পুলিশ ও দমকলকে উদ্ধারকাজে সাহায্য করেন। আহতদের কুর্নুল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রশাসন মৃতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করেছে।
দুর্ঘটনার ফলে জাতীয় সড়কের ওই অংশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। উদ্ধারকাজ চলায় পুলিশ এলাকা ঘিরে রেখেছে। প্রাথমিক তদন্তে অনুমান, সংঘর্ষের পর জ্বালানি ট্যাঙ্ক বিস্ফোরণের কারণেই আগুন ছড়ায়। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ঘটনাস্থলের ভয়াবহ ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও দূরপাল্লার বেসরকারি বাসগুলির নিরাপত্তা ব্যবস্থার তীব্র প্রশ্ন তুলেছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ, জরুরি নিরাপত্তা সরঞ্জাম এবং চালকদের প্রশিক্ষণ নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। রাজ্য সরকার ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে এবং মৃতদের পরিবারকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
কুর্নুলের এই ভয়াবহ অগ্নিকাণ্ড গোটা রাজ্যে শোকের ছায়া ফেলেছে। যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে এমন অবহেলা যে আর সহ্য করা যাবে না, তা স্পষ্ট করে দিয়েছে এই দুর্ঘটনা।
