
রাজস্থানে ফের চাঞ্চল্যকর দুর্নীতির ঘটনা। তথ্যপ্রযুক্তি দফতরের যুগ্ম অধিকর্তা প্রদ্যুম্ন দীক্ষিত ও তাঁর স্ত্রী পুনম দীক্ষিতকে ঘিরে উঠেছে মারাত্মক অভিযোগ দেড় বছর ধরে অফিসে না গিয়েও বেতন তুলেছেন প্রায় ৩৭.৫৪ লক্ষ টাকা। রাজস্থান সরকারের অধীনস্থ সংস্থা ‘রাজকম্প ইনফো সার্ভিসেস’-এর পদে কর্মরত ছিলেন প্রদ্যুম্ন। অভিযোগ, সরকারি টেন্ডার মঞ্জুরের বিনিময়ে তিনি দুটি বেসরকারি সংস্থা, OrionPro Solutions ও Treegen Software Limited-কে নির্দেশ দিয়েছিলেন তাঁর স্ত্রীকে ‘কর্মচারী’ হিসেবে বেতন দিতে।
তদন্তে উঠে এসেছে, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়কালে পুনম দীক্ষিতের পাঁচটি ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়মিত টাকা পাঠানো হত। এই টাকা বেতনের আকারে দেখানো হলেও বাস্তবে তিনি একদিনও অফিসে যাননি। উপস্থিতির রিপোর্টে তাঁর স্বাক্ষরের জায়গায় থাকত স্বামীর অনুমোদন। শুধু তাই নয়, পুনম একসঙ্গে দুটি সংস্থা থেকে বেতন নিচ্ছিলেন একটি সংস্থায় কর্মচারী হিসেবে, অন্যটিতে ‘ফ্রিল্যান্সার’ নামে।
অ্যান্টি করাপশন ব্যুরো (ACB)-র প্রাথমিক তদন্তে স্পষ্ট হয়, এই কৌশলেই সরকারি টেন্ডার আদায় ও আর্থিক অনিয়ম চলছিল দীর্ঘদিন। আদালতের নির্দেশে গত বছরের সেপ্টেম্বরে তদন্ত শুরু হলেও চলতি বছর জুলাইয়ে বিষয়টি পুরোপুরি প্রকাশ্যে আসে। দুই সংস্থাই রাজ্য সরকারের একাধিক প্রকল্পে টেন্ডার পেয়েছিল বলে জানা গেছে।
ঘটনায় প্রশাসনিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। রাজস্থানের আমলাতন্ত্রে স্বজনপোষণ ও ভুয়ো নিয়োগের এই কেলেঙ্কারি রাজ্য সরকারের ভাবমূর্তিতে বড় ধাক্কা দিয়েছে। তদন্তে দোষ প্রমাণ হলে প্রদ্যুম্ন ও পুনম দীক্ষিতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সূত্রের খবর।
