
মধ্যপ্রদেশে চাঞ্চল্যকর ঘটনা। ভোপালের এক মহিলা পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বন্ধুর বাড়ি থেকে চুরির অভিযোগ উঠেছে। অভিযুক্ত ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) কল্যাণী রঘুবংশী এক বন্ধুর বাড়িতে গিয়ে নগদ টাকা ও মোবাইল চুরি করেছেন বলে অভিযোগ।
ঘটনাটি ঘটেছে ভোপালের জাহাঙ্গিরাবাদ থানা এলাকায়। অভিযোগ, বন্ধুর বাড়িতে অতিথি হয়ে গিয়েছিলেন রঘুবংশী। সেই সময় বাড়ির মালিক স্নান করতে গেলে, ঘরে রাখা ২ লক্ষ টাকা এবং একটি অতিরিক্ত ফোন নিয়ে পালিয়ে যান তিনি। পরে বন্ধুটি ফিরে এসে দেখেন, ডিএসপি সেখানে নেই এবং নগদ টাকাও উধাও। সন্দেহ হওয়ায় সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়, যেখানে দেখা যায় পুলিশ অফিসারই হাতে টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছেন।
ফুটেজসহ প্রমাণের ভিত্তিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপরই রঘুবংশী নিখোঁজ হয়ে যান। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারীর চুরি যাওয়া মোবাইল ফোনটি অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয়েছে, তবে নগদ টাকার হদিস এখনও মেলেনি। তাঁকে ধরতে ইতিমধ্যে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
এই ঘটনায় মধ্যপ্রদেশ পুলিশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে। এক সিনিয়র অফিসারের এমন আচরণে প্রশাসনিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। রাজ্য পুলিশ সদর দফতর অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের প্রস্তুতি নিচ্ছে। পুলিশ কর্তারা জানিয়েছেন, তদন্ত সম্পূর্ণ নিরপেক্ষভাবে চলবে এবং দোষ প্রমাণিত হলে কোনও রকম রেহাই দেওয়া হবে না।
ঘটনাটি সামনে আসার পর সাধারণ মানুষও বিস্মিত। যিনি আইন রক্ষার শপথ নিয়েছিলেন, তিনিই চুরির অভিযোগে অভিযুক্ত – এই ঘটনায় রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা।
