
ফের নৃশংস নারী নির্যাতনের ঘটনা সামনে এল হরিয়ানার ফরিদাবাদ থেকে। এক নাবালিকাকে অপহরণ করে দীর্ঘক্ষণ ধরে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযোগ, চারজন যুবক মিলে মেয়েটিকে জোর করে তুলে নিয়ে গিয়ে রাতভর নির্যাতন চালায়।
ঘটনাটি ঘটেছে ২৬ অক্টোবর সন্ধ্যা থেকে ২৭ অক্টোবর ভোরের মধ্যে। সূত্রের খবর, ওই সময় মেয়েটিকে একটি নির্জন জায়গায় আটকে রাখা হয় এবং শারীরিকভাবে ও মানসিকভাবে নির্মমভাবে অত্যাচার করা হয়। রাতভর নির্যাতনের পর, আধমরা অবস্থায় মেয়েটিকে তার বাড়ির কাছেই ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। স্থানীয় বাসিন্দারা মেয়েটিকে দেখতে পেয়ে পরিবার ও পুলিশকে খবর দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার দিদির অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করা হয়েছে। চারজন অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও শিশু যৌন অপরাধ প্রতিরোধ আইন (POCSO)-এর বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। তদন্তকারীরা জানিয়েছে, সেক্টর ১৮ এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, যাতে অভিযুক্তদের চিহ্নিত করা যায়।
এই নির্মম ঘটনার পর আবারও প্রশ্ন উঠেছে নারী নিরাপত্তা নিয়ে। শহরের মানুষ ক্ষোভে ফুঁসছে, প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা না হলেও, পুলিশ দাবি করেছে তদন্ত দ্রুত এগোচ্ছে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।
এই ঘটনা সমাজে নারী নিরাপত্তার ভয়াবহ চিত্রকে আরও একবার উন্মোচন করেছে, যেখানে নাবালিকারাও আজ নিরাপদ নয় নিজেদের ঘর-দুয়ারের কাছেও।
