
ঠাকুরপুকুরে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে ঘটে গেল চাঞ্চল্যকর চুরির ঘটনা। স্থানীয় 3এ বাসস্ট্যান্ডের পরিবর্তন ক্লাবের পুজোমণ্ডপ থেকে উধাও হয়েছে দেবীর প্রণামি বাক্স। জানা গেছে, ওই বাক্সে প্রচুর পরিমাণ নগদ অর্থ ছিল। বুধবার ভোররাতে এই চুরির ঘটনা ঘটে বলে ধারণা পুলিশের। সকালে পুজো কমিটির সদস্যরা মণ্ডপে এসে প্রণামি বাক্সটি না দেখে হতবাক হয়ে যান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ঠাকুরপুকুর থানায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মণ্ডপের ভিতরে ও বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে পাওয়া ভিডিওতে এক অচেনা ব্যক্তিকে রাতের অন্ধকারে মণ্ডপে ঢুকে প্রণামি বাক্সটি নিয়ে পালাতে দেখা গেছে। সেই সূত্র ধরে দুষ্কৃতীকে চিহ্নিত করার চেষ্টা চলছে।
পুজো কমিটির পক্ষ থেকে জানা গেছে, প্রতিদিন প্রচুর ভক্ত আসতেন মণ্ডপে, ফলে প্রণামি বাক্সে ইতিমধ্যেই বেশ কিছু অর্থ জমেছিল। দুর্গাপুজোর পর থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত স্থানীয়দের উদ্দীপনা তুঙ্গে ছিল। এমন আনন্দঘন পরিবেশে চুরির ঘটনায় এলাকায় নেমেছে অস্বস্তির ছায়া।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। অনেকে জানান, রাতের বেলায় মণ্ডপে নিরাপত্তার ঘাটতি ছিল। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং আশপাশের এলাকাতেও তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, চোর সম্ভবত আগে থেকেই জায়গাটি ভালোভাবে চিনত, কারণj মণ্ডপের পেছনের সরু গলি দিয়েই সে পালিয়ে যায় বলে অনুমান।
বর্তমানে পুজো কমিটি পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে তদন্তে সহযোগিতা করছে। প্রণামি বাক্সে ঠিক কত টাকা ছিল, তা এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি। তবে প্রাথমিক অনুমান, তা কয়েক হাজার টাকারও বেশি হতে পারে। এই ঘটনায় উৎসবের আনন্দে মিশে গেল তীব্র হতাশা ও উদ্বেগ।
