
বললভ ভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে কাঁথিতে আয়োজিত হলো ‘রান ফর ইউনিটি’ কর্মসূচি। কাঁথির ক্ষুদিরাম স্ট্যাচু থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত পদযাত্রার নেতৃত্ব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকাল থেকেই কাঁথি শহর ভিজছিল টানা বৃষ্টিতে, তবে আবহাওয়ার প্রতিকূলতা সত্ত্বেও কর্মসূচিতে ছিল উল্লেখযোগ্য উৎসাহ। শুভেন্দুর সঙ্গে উপস্থিত ছিলেন জেলার চার বিধায়ক, জেলা সভাপতি সহ বহু নেতৃত্ব ও কর্মী।
কর্মসূচি শুরুর আগেই শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। হাতে জাতীয় পতাকা নিয়ে একসঙ্গে পদযাত্রা করেন শুভেন্দু ও তাঁর সঙ্গীরা। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই আয়োজন নিয়ে ছিল উৎসাহ ও কৌতূহল, অনেকেই রাস্তায় দাঁড়িয়ে অংশগ্রহণকারীদের উৎসাহ দেন।
এই কর্মসূচির মাধ্যমে বল্লভ ভাই প্যাটেলের আদর্শ ও জাতীয় ঐক্যের বার্তা পৌঁছে দেওয়াই ছিল মূল লক্ষ্য। শুভেন্দু অধিকারী বলেননি কোনও রাজনৈতিক বিষয় নিয়ে, দিনটিকে সম্পূর্ণভাবে উৎসর্গ করা হয় জাতির ঐক্য ও সংহতির স্মরণে। বৃষ্টির মধ্যেও অংশগ্রহণকারীদের দৃঢ় মনোভাব ও উদ্যম কর্মসূচিকে দিয়েছে বিশেষ তাৎপর্য।
কাঁথির রাস্তায় একদিকে বৃষ্টির ছটা, অন্যদিকে দেশপ্রেমের আবেগ দুই মিলিয়ে শহর জুড়ে তৈরি হয় অনন্য পরিবেশ। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা বল্লভ ভাই প্যাটেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং ঐক্য, নিষ্ঠা ও দেশগঠনের পথে তাঁর অবদানকে স্মরণ করেন। দিনটিকে কেন্দ্র করে কাঁথি জুড়ে দেখা যায় উৎসবমুখর পরিবেশ ও সংগঠিত দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
