
পুরুলিয়ার ঝালদা ১ নম্বর ব্লকের তুলিন এলাকার বিশিষ্ট লাক্ষা ব্যবসায়ী দিবাকর হালদার আজ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন। দীর্ঘদিন ধরে লাক্ষা ব্যবসার সঙ্গে যুক্ত থাকা দিবাকরবাবু জানিয়েছেন, রাজ্যে একের পর এক সরকার পরিবর্তন হলেও লাক্ষা ব্যবসায়ীদের উন্নয়নে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বাম আমল থেকে তৃণমূল আমল পর্যন্ত বারবার আশ্বাস মিললেও বাস্তবে কোনো সহায়তা পাননি তারা। তাই পরিবর্তনের আশায় তিনি এবার বিজেপির পতাকা হাতে তুলে নিলেন।
আজ পুরুলিয়া জেলা বিজেপি কার্যালয়ে দলের সাংগঠনিক বৈঠক শেষে তাঁর যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়। জেলা বিজেপির সভাপতি শংকর মাহাতো দিবাকর হালদারকে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির বর্ধমান বিভাগের কনভেনার বিদ্যাসাগর চক্রবর্তী, বাগমুন্ডি ১ নম্বর মণ্ডলের সভাপতি সঞ্জয় সিংহ দেও, এবং জেলার আরও কয়েকজন বিধায়ক ও দলীয় নেতা।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ায় সম্প্রতি একাধিক সমাজপন্থী ও ব্যবসায়ী সম্প্রদায়ের মানুষ দলের সঙ্গে যুক্ত হচ্ছেন। বিশেষ করে লাক্ষা শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা এখন পরিবর্তনের বার্তা নিয়ে এগিয়ে আসছেন। স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, পুরুলিয়ায় এই যোগদান ভোটের আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
তৃণমূল এবং বাম সরকারের বিরুদ্ধে অসন্তোষের সুর এখন গ্রামীণ স্তরেও জোরদার হচ্ছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত। পুরুলিয়ার মতো জেলায় যেখানে লাক্ষা ব্যবসা বহু মানুষের জীবিকার উৎস, সেখানে এই শিল্পের প্রতিনিধিদের বিজেপিতে যোগদান আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিবাকর হালদারের মতো স্থানীয়ভাবে প্রভাবশালী ব্যবসায়ীর যোগদান বিজেপির সংগঠনে নতুন উদ্দীপনা যোগাবে। পুরুলিয়ার রাজনৈতিক ময়দান যে ক্রমেই উত্তপ্ত হচ্ছে, আজকের এই ঘটনাই তার স্পষ্ট ইঙ্গিত।
