
স্কুল সার্ভিস কমিশন (SSC) গ্রুপ সি ও গ্রুপ ডি-র শিক্ষাকর্মীদের জন্য ‘অযোগ্য’ তালিকা প্রকাশের প্রস্তুতি শুরু করেছে। শিক্ষক নিয়োগ পরীক্ষার পর শিক্ষকদের তালিকা প্রকাশের মতো এবার শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সূত্রের খবর, কমিশন আগামীদিনে অনলাইন মাধ্যমে এই তালিকা প্রকাশ করবে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাকর্মীদের জন্য আবেদন গ্রহণ শুরু হবে। তবে আগেই ‘অযোগ্য’দের তালিকা প্রকাশ করা হলে যোগ্য প্রার্থীরা নির্ভরতার সঙ্গে আবেদন করতে পারবেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, গ্রুপ সি-তে প্রায় ১১০০ এবং গ্রুপ ডি-তে প্রায় ২৩শ শিক্ষাকর্মী ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত হয়েছেন।
এসএসসি জানিয়েছে, এই তালিকায় নাম থাকা প্রার্থীরা কোনোভাবেই পরীক্ষায় অংশ নিতে পারবেন না। গ্রুপ সি ও ডি-এর জন্য আলাদা তালিকা প্রকাশ করা হবে। এর পাশাপাশি, গ্রুপ সি-তে শূন্যপদ রয়েছে ২৯৮৯ এবং গ্রুপ ডি-তে ৫৪৮৮টি শূন্যপদ। সাধারণ বিভাগের প্রার্থীদের আবেদন ফি ৪০০ টাকা, তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত ৭ ও ১৪ সেপ্টেম্বর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষাকর্মীদের নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। ফলাফল নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে প্রকাশ হওয়ার কথা। গত কয়েক মাস ধরে গ্রুপ সি ও ডি-এর শিক্ষাকর্মীদের বেতন স্থগিত রয়েছে, কারণ সুপ্রিম কোর্ট ২০১৬ সালের নিয়োগ প্যানেল বাতিল করেছে।
এসএসসি-এর এই পদক্ষেপ শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার দিকে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। আগেই ‘অযোগ্য’দের তালিকা প্রকাশের ফলে যোগ্য প্রার্থীরা যাতে সুবিধা পান এবং প্রক্রিয়া তদারকি করা সহজ হয়, তা নিশ্চিত করা হবে।
